Ajker Patrika

হাতিরঝিলে রাতে লোডশেডিংয়ের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলের উলন রোডে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে কলা বিক্রেতা মো. জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরা উলন পোড়াবাড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পরে দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে আহত জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাঁদের বাসা রামপুরা পোড়াবাড়ি ঝিলপাড় এলাকায়। ঘটনার সময় তাঁর বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিলেন। আর শুভ নামে ওই কিশোর পিঠা কিনছিলেন। এলাকায় বিদ্যুৎ চলে গেলে হঠাৎ করে কয়েকজন যুবক ধর ধর করতে করতে দৌড়াতে থাকে এবং পরপর তিনটি বিকট শব্দ হয়। পরে তাঁরা দুজন লক্ষ্য করেন তাঁদের শরীরে থেকে রক্ত ঝরছে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কারা এই গুলি ছুড়েছে তা অনুমান করতে পারছেন না সাইফুল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, রামপুরা উলন রোড থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে শুভর নিতম্বে ও জিলানীর তলপেটে গুলি লেগেছে। তবে কীভাবে তাঁরা গুলিবিদ্ধ হলেন তা বলতে পারছেন না।

এদিকে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুই পক্ষের কেউ গুলিবদ্ধ না হলেও পথচারী দুজন গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত