নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেছেন, ‘আমাদের সকলের কাজের উদ্দেশ্য দেশের কল্যাণ। দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি উন্নত জাতি গঠনে সশস্ত্র বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।’
গত রোববার দিবাগত রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) আয়োজিত ‘ডিজাব নাইট-২০২১’ অনুষ্ঠানে আইএসপিআর পরিচালক এ কথা বলেন।
ডিজাব সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের। এতে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজাব নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিজাবের সদস্য এবং ডিজাবের প্রয়াত সদস্য আসলাম রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইএসপিআর পরিচালক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ ও বিমানবাহিনী অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সশস্ত্র বাহিনী রাষ্ট্রকে বহিঃশত্রূর আক্রমণ থেকে নিরাপদ রাখা, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। তাই সশস্ত্র বাহিনীর বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীলতার। অপরদিকে গণমাধ্যমও দেশের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সশস্ত্র বাহিনীর সঙ্গে গণমাধ্যমের সব সময়ই একটি নিবিড় সম্পর্ক বিরাজ করে। এই সম্পর্ক আরও জোরদার ও মজবুত করতে হবে। এ ক্ষেত্রে আইএসপিআর এবং ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একসঙ্গে মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেছেন, ‘আমাদের সকলের কাজের উদ্দেশ্য দেশের কল্যাণ। দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি উন্নত জাতি গঠনে সশস্ত্র বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।’
গত রোববার দিবাগত রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) আয়োজিত ‘ডিজাব নাইট-২০২১’ অনুষ্ঠানে আইএসপিআর পরিচালক এ কথা বলেন।
ডিজাব সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের। এতে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজাব নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিজাবের সদস্য এবং ডিজাবের প্রয়াত সদস্য আসলাম রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইএসপিআর পরিচালক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ ও বিমানবাহিনী অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সশস্ত্র বাহিনী রাষ্ট্রকে বহিঃশত্রূর আক্রমণ থেকে নিরাপদ রাখা, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। তাই সশস্ত্র বাহিনীর বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীলতার। অপরদিকে গণমাধ্যমও দেশের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সশস্ত্র বাহিনীর সঙ্গে গণমাধ্যমের সব সময়ই একটি নিবিড় সম্পর্ক বিরাজ করে। এই সম্পর্ক আরও জোরদার ও মজবুত করতে হবে। এ ক্ষেত্রে আইএসপিআর এবং ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একসঙ্গে মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে