মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ও নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালকদের ট্রলারে করে পদ্মা পাড়ি দিতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার শিমুলিয়া বাজার ঘাটে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কখনো এক্সপ্রেসওয়ে আবার কখনো অন্যান্য ছোট সড়ক ধরে মোটরসাইকেল পদ্মা পাড়ে এসে জড়ো হচ্ছে। সেখান থেকে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মোটরসাইকেল আরোহীরা। ঝুঁকির পাশাপাশি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে তাঁদের। প্রতি মোটরসাইকেলে ভাড়া হিসেবে সর্বনিম্ন ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২০-২৫টি ট্রলার দিয়ে এসব মোটরসাইকেল পারাপার করতে দেখা গেছে।
মোটরসাইকেল আরোহীরা জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ। সে সঙ্গে ফেরিও বন্ধ। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে বেশি টাকা খরচ করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে।
হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক উৎপল দাস জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না। এক্সপ্রেসওয়েতে টহল জোরদার করা হয়েছে।
পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে। কেউ যদি মোটরসাইকেল নিয়ে আসে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মিয়া বলেন, ‘শিমুলিয়া বাজার থেকে ট্রলারে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে কিনা তা আমার জানা নেই। ট্রলারে করে মোটরসাইকেল পারাপার করলে তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ও নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালকদের ট্রলারে করে পদ্মা পাড়ি দিতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার শিমুলিয়া বাজার ঘাটে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কখনো এক্সপ্রেসওয়ে আবার কখনো অন্যান্য ছোট সড়ক ধরে মোটরসাইকেল পদ্মা পাড়ে এসে জড়ো হচ্ছে। সেখান থেকে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মোটরসাইকেল আরোহীরা। ঝুঁকির পাশাপাশি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে তাঁদের। প্রতি মোটরসাইকেলে ভাড়া হিসেবে সর্বনিম্ন ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। ২০-২৫টি ট্রলার দিয়ে এসব মোটরসাইকেল পারাপার করতে দেখা গেছে।
মোটরসাইকেল আরোহীরা জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ। সে সঙ্গে ফেরিও বন্ধ। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে বেশি টাকা খরচ করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে।
হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক উৎপল দাস জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না। এক্সপ্রেসওয়েতে টহল জোরদার করা হয়েছে।
পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে। কেউ যদি মোটরসাইকেল নিয়ে আসে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মিয়া বলেন, ‘শিমুলিয়া বাজার থেকে ট্রলারে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে কিনা তা আমার জানা নেই। ট্রলারে করে মোটরসাইকেল পারাপার করলে তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’

দেশে আগামী মাসের ১২ ফেব্রুয়ারি একই দিনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণভোট সামনে রেখে এরই মধ্যে সরকারের তরফ থেকে শুরু হয়েছে প্রচারণা। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভোটের গাড়ি। তবে মৌলভীবাজারে এই প্রচারণা সীমাবদ্ধ রয়েছে কেবল জেলা শহর পর্যন্ত। কিন্তু জেলার ৯২টি চা-বাগানের ভোটার এবং
৬ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ আট বছরেও শুরু হয়নি। জমি অধিগ্রহণ ও সাইনবোর্ড স্থাপনেই থেমে আছে প্রকল্প। এদিকে উপজেলার কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সময়মতো ফায়ার সার্ভিসের সেবা মিলছে না।
৬ ঘণ্টা আগে
তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে গাইবান্ধা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় চারা মরে যাচ্ছে, আবার জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা নষ্ট হচ্ছে। ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নির্ধারিত সময়ে জমিতে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধান রক্ষার প্রধান ভরসা হাওর রক্ষা বাঁধ। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জেলার বেশির ভাগ হাওরে এই বাঁধের কাজ এখনো শুরু হয়নি। কোথাও কাজের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই, কোথাও আবার প্রকল্প বাস্তবায়ন কমিটিও (পিআইসি) গঠন শেষ হয়নি। এতে সময়মতো কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন স্থান
৬ ঘণ্টা আগে