ঢামেক প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আমবাগিচা ছোট মসজিদের পেছনে দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সীমা আক্তারের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার বড়কান্দি গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা স্বামী আকতার হোসেন বলেন, আগানগর মসজিদের সামনে তিনি ফুটপাতে ফল বিক্রি করেন। সন্ধ্যায় মাগরিবের নামাজের আগমুহূর্তে কয়েকজন লোক তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে তাঁর দোকানের কাছে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তিনি তাঁর স্ত্রীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বামী আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে লোকজনদের কাছ থেকে শুনেছি, কয়েকজন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কানের দুল এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, কেরানীগঞ্জ এলাকা থেকে স্বজনেরা এক নারীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আগানগর আমবাগিচা এলাকার একটি বাসায় সীমা আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। তাকে বর্তমানে পুলিশে হেফাজতে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আমবাগিচা ছোট মসজিদের পেছনে দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সীমা আক্তারের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার বড়কান্দি গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা স্বামী আকতার হোসেন বলেন, আগানগর মসজিদের সামনে তিনি ফুটপাতে ফল বিক্রি করেন। সন্ধ্যায় মাগরিবের নামাজের আগমুহূর্তে কয়েকজন লোক তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে তাঁর দোকানের কাছে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তিনি তাঁর স্ত্রীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বামী আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে লোকজনদের কাছ থেকে শুনেছি, কয়েকজন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কানের দুল এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, কেরানীগঞ্জ এলাকা থেকে স্বজনেরা এক নারীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আগানগর আমবাগিচা এলাকার একটি বাসায় সীমা আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। তাকে বর্তমানে পুলিশে হেফাজতে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।’

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
৭ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে