নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পার্বত্য অঞ্চলের নারীরা নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। পাহাড়ি নারীদের নির্যাতন ও হত্যার ঘটনায় এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার হয়নি। অপরাধীরা শাস্তি পায়নি। তাই পাহাড়ে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।
আজ শুক্রবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের উদ্যোগে ঢাকার মোহাম্মদপুরে সিবিসিবি অডিটোরিয়ামে ৫ম জাতীয় আদিবাসী নারী সম্মেলনের প্রথম দিনে বক্তারা এসব কথা বলেন। এ সময় তাঁরা পার্বত্য অঞ্চলের নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সম্মেলনের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মানবাধিকার কর্মী খুশি কবীর।
খুশি কবীর বলেন, ‘পার্বত্য অঞ্চলের নারীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এসব সমস্যা আমাদের সবাইকে মোকাবিলা করতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যেখানে পাহাড়ের অধিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ ইলা মিত্র, কল্পনা চাকমার কথা স্মরণ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সম্মেলনে বিভিন্ন সেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, লেখক ও গবেষক পাভেল পার্থ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো প্রমুখ।
সম্মেলনে পাহাড়ে নারীদের সুরক্ষায় ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সহিংসতার শিকার নারী ও শিশুদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা, জাতীয় সংসদসহ স্থানীয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে পার্বত্য অঞ্চলের নারীদের প্রতিনিধিত্ব ও অংশীদারত্ব নিশ্চিত করার জন্য আসন সংরক্ষণ করা, নারী নেতৃত্বমূলক বিষয়ে বিভিন্ন অঞ্চলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

পার্বত্য অঞ্চলের নারীরা নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। পাহাড়ি নারীদের নির্যাতন ও হত্যার ঘটনায় এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার হয়নি। অপরাধীরা শাস্তি পায়নি। তাই পাহাড়ে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।
আজ শুক্রবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের উদ্যোগে ঢাকার মোহাম্মদপুরে সিবিসিবি অডিটোরিয়ামে ৫ম জাতীয় আদিবাসী নারী সম্মেলনের প্রথম দিনে বক্তারা এসব কথা বলেন। এ সময় তাঁরা পার্বত্য অঞ্চলের নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সম্মেলনের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মানবাধিকার কর্মী খুশি কবীর।
খুশি কবীর বলেন, ‘পার্বত্য অঞ্চলের নারীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এসব সমস্যা আমাদের সবাইকে মোকাবিলা করতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যেখানে পাহাড়ের অধিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ ইলা মিত্র, কল্পনা চাকমার কথা স্মরণ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সম্মেলনে বিভিন্ন সেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, লেখক ও গবেষক পাভেল পার্থ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো প্রমুখ।
সম্মেলনে পাহাড়ে নারীদের সুরক্ষায় ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সহিংসতার শিকার নারী ও শিশুদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা, জাতীয় সংসদসহ স্থানীয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে পার্বত্য অঞ্চলের নারীদের প্রতিনিধিত্ব ও অংশীদারত্ব নিশ্চিত করার জন্য আসন সংরক্ষণ করা, নারী নেতৃত্বমূলক বিষয়ে বিভিন্ন অঞ্চলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৫ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে