ঢামেক প্রতিবেদক

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে ইয়ামিন আহমদ (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মিরপুর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত এর মধ্যবর্তী স্থানের রেল-লাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইয়ামিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নুরুল ইসলামের ছেলে। মিরপুর পুলিশ লাইনে থাকতেন ইয়ামিন। তার পরিবার সিলেটের কোম্পানীগঞ্জ থাকে।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে ওই পুলিশ সদস্য রেল লাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
এসআই বলেন, ‘ইয়ামিন মিরপুর থেকে খিলক্ষেত পার্ক ভিউ আবাসিক হোটেলে গিয়েছিল ব্যক্তিগত কাজে। সেখান থেকে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই ট্রেনের ধাক্কায় নিহত হন। আমরা খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
মৃত ইয়ামিনের ভাগনি হোসনে আরা জানান, তাঁর মামা মিরপুর পুলিশ লাইনে থাকতেন। ইয়ামিনের বাবা নুরুল ইসলামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
হোসনে আরা আরও জানান, ইয়ামিনের স্ত্রী সোনিয়া আক্তার কয়েক দিন আগে শ্বশুরকে দেখতে ঢাকায় এসেছিল। গত রাতে সিলেট যাওয়ার উদ্দেশ্যে স্ত্রীকে বাসে তুলে দেন ইয়ামিন। পরদিন আজ দুপুরে পুলিশের মাধ্যমে খবর পাই ইয়ামিন ট্রেনের ধাক্কায় মারা গেছে।

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে ইয়ামিন আহমদ (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মিরপুর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত এর মধ্যবর্তী স্থানের রেল-লাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইয়ামিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নুরুল ইসলামের ছেলে। মিরপুর পুলিশ লাইনে থাকতেন ইয়ামিন। তার পরিবার সিলেটের কোম্পানীগঞ্জ থাকে।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে ওই পুলিশ সদস্য রেল লাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
এসআই বলেন, ‘ইয়ামিন মিরপুর থেকে খিলক্ষেত পার্ক ভিউ আবাসিক হোটেলে গিয়েছিল ব্যক্তিগত কাজে। সেখান থেকে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই ট্রেনের ধাক্কায় নিহত হন। আমরা খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
মৃত ইয়ামিনের ভাগনি হোসনে আরা জানান, তাঁর মামা মিরপুর পুলিশ লাইনে থাকতেন। ইয়ামিনের বাবা নুরুল ইসলামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
হোসনে আরা আরও জানান, ইয়ামিনের স্ত্রী সোনিয়া আক্তার কয়েক দিন আগে শ্বশুরকে দেখতে ঢাকায় এসেছিল। গত রাতে সিলেট যাওয়ার উদ্দেশ্যে স্ত্রীকে বাসে তুলে দেন ইয়ামিন। পরদিন আজ দুপুরে পুলিশের মাধ্যমে খবর পাই ইয়ামিন ট্রেনের ধাক্কায় মারা গেছে।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৩ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৫ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে