নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। কিন্তু এখন ধর্মীয় বৈষম্য চরম পর্যায়ে রয়েছে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বৈষম্য বাজেট শিরোনামের’ একটি আলোচনা সভায় এ কথা বলেন নিমচন্দ্র ভৌমিক।
নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘বাংলাদেশে বিশ্বাসী হলে মুক্তিযুদ্ধে বিশ্বাসী হতে হবে, মুক্তিযুদ্ধে বিশ্বাসী হলে জাতীয় চার নীতি মানতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুযোগের সমতা রয়েছে সে জন্য ভারতে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও শিখ মনমোহন সিং প্রধানমন্ত্রী, আদিবাসী দ্রোপদী মুর্মু, মুসলিম এপিজে আবুল কালাম রাষ্ট্রপতি হয়েছেন।’
নিমচন্দ্র আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র চাইলে বাহাত্তরের সংবিধান মানতে হবে, ধর্মনিরপেক্ষতা মানতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নিপীড়ন সম্ভব নয়। বিভিন্ন সূচকে পাকিস্তানের থেকে এগিয়ে যাচ্ছি।
গণতন্ত্রের বদলে ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা হলে পাকিস্তান বা আফগানিস্তানের মতো মসজিদে বোমা হামলা করবে জঙ্গিরা। এ দেশেও মসজিদে, ঈদের জামাতে হামলা হয়েছে। এ জন্য তামাশা করে লাভ নেই বলে মন্তব্য করেন নিমচন্দ্র।
সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, ‘২০০৮ সালের পরে আমরা ভেবেছিলাম আমাদের অবস্থার পরিবর্তন হবে। কিন্তু সেই বৈষম্য দূর হয়নি। যেমন ছিল তেমনই আছে। এই সরকারের মধ্যে সাম্প্রদায়িক শক্তি দৃঢ়ভাবেই অবস্থান করছে। অসাম্প্রদায়িক একটা চেতনা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু সেই চেতনা থেকে আমরা ক্রমেই সরে আসছি।’
আলোচনা সভায় জাতীয় রাজস্ব বাজেট থেকে বার্ষিক বরাদ্দ প্রদান করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ‘ফাউন্ডেশন’-এ রূপান্তরিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। পাশাপাশি সকল ধর্মসম্প্রদায়ের জন্যে উন্নয়নের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করাসহ ৪ দফা দাবির কথা উল্লেখ করেন সংগঠনটির নেতা কর্মীরা।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। কিন্তু এখন ধর্মীয় বৈষম্য চরম পর্যায়ে রয়েছে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বৈষম্য বাজেট শিরোনামের’ একটি আলোচনা সভায় এ কথা বলেন নিমচন্দ্র ভৌমিক।
নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘বাংলাদেশে বিশ্বাসী হলে মুক্তিযুদ্ধে বিশ্বাসী হতে হবে, মুক্তিযুদ্ধে বিশ্বাসী হলে জাতীয় চার নীতি মানতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুযোগের সমতা রয়েছে সে জন্য ভারতে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও শিখ মনমোহন সিং প্রধানমন্ত্রী, আদিবাসী দ্রোপদী মুর্মু, মুসলিম এপিজে আবুল কালাম রাষ্ট্রপতি হয়েছেন।’
নিমচন্দ্র আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র চাইলে বাহাত্তরের সংবিধান মানতে হবে, ধর্মনিরপেক্ষতা মানতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নিপীড়ন সম্ভব নয়। বিভিন্ন সূচকে পাকিস্তানের থেকে এগিয়ে যাচ্ছি।
গণতন্ত্রের বদলে ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা হলে পাকিস্তান বা আফগানিস্তানের মতো মসজিদে বোমা হামলা করবে জঙ্গিরা। এ দেশেও মসজিদে, ঈদের জামাতে হামলা হয়েছে। এ জন্য তামাশা করে লাভ নেই বলে মন্তব্য করেন নিমচন্দ্র।
সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, ‘২০০৮ সালের পরে আমরা ভেবেছিলাম আমাদের অবস্থার পরিবর্তন হবে। কিন্তু সেই বৈষম্য দূর হয়নি। যেমন ছিল তেমনই আছে। এই সরকারের মধ্যে সাম্প্রদায়িক শক্তি দৃঢ়ভাবেই অবস্থান করছে। অসাম্প্রদায়িক একটা চেতনা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু সেই চেতনা থেকে আমরা ক্রমেই সরে আসছি।’
আলোচনা সভায় জাতীয় রাজস্ব বাজেট থেকে বার্ষিক বরাদ্দ প্রদান করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ‘ফাউন্ডেশন’-এ রূপান্তরিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। পাশাপাশি সকল ধর্মসম্প্রদায়ের জন্যে উন্নয়নের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করাসহ ৪ দফা দাবির কথা উল্লেখ করেন সংগঠনটির নেতা কর্মীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে