নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশি-বিদেশি সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মিলনমেলার উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’ শুরু হবে আগামী ৫ জানুয়ারি, যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন দেশি-বিদেশি পাঁচ শতাধিক কবি-সাহিত্যিক এবং বিভিন্ন পেশার বিশিষ্টজন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং ড. কাজী আনিস আহমেদ।
সংবাদ সম্মেলনে পরিচালক সাদাফ সায জানান, আগামী ৫ থেকে ৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম আয়োজন। করোনা মহামারির কারণে গত তিন বছর এই উৎসব করা সম্ভব হয়নি।
সাদাফ সায বলেন, দশম আয়োজনে থাকছেন নোবেল পুরস্কার বিজয়ী লেখক ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত বিভিন্ন পুরস্কার বিজয়ী বক্তারা। তাঁদের মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যান্ড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার ও সম্মাননাপ্রাপ্তরা।
লিট ফেস্টের আরেক সহপরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘আমরা লিট ফেস্টকে দেখি ফেস্টিভ্যাল অব আইডিয়া হিসেবে। যদিও এখানে সাহিত্য একটি মুখ্য বিষয়।’
টিকিটের ব্যবস্থা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাজী আনিস আহমেদ বলেন, ‘এবারই আমরা টিকিটের ব্যবস্থা চালু করেছি। আসলে পৃথিবীর সব উৎসবে টিকিটের ব্যবস্থা রয়েছে। আর আয়োজনকে সাসটেইনেবল করতে অর্থের প্রয়োজন। আর আমরা কিন্তু সব উৎসবে টিকিট কেটেই অংশগ্রহণ করি।’
অপর সহপরিচালক আহসান আকবার বলেন, ‘করোনা মহামারির কথা মাথায় রেখে আমরা এবার সারাহ গিলবার্টকে নিয়ে আসছি। আগামী দিনে মহামারি যেন না আসে, সে জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের আরেকটা ভ্যাকসিন যেন না লাগে, সুস্থ থাকতে কী খাওয়া উচিত সে জন্য চিকিৎসক, শেফদের আমরা এই আয়োজনে যুক্ত করেছি।’
আয়োজনের অন্যতম স্পনসর সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, ‘২০১৫ সালে এ আয়োজনে আমরা স্পনসর করেছিলাম। ২০১৯ সালেও আমরা ছিলাম। আমি অনুরোধ করেছিলাম প্রাণ-প্রকৃতি নিয়ে সেশন রাখতে এবং তাঁরা রেখেছেন। এ জন্য আয়োজনকে ধন্যবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনের এই উৎসবে থাকবে নানা বৈচিত্র্যপূর্ণ আয়োজন। এর মধ্য রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।

দেশি-বিদেশি সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মিলনমেলার উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’ শুরু হবে আগামী ৫ জানুয়ারি, যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন দেশি-বিদেশি পাঁচ শতাধিক কবি-সাহিত্যিক এবং বিভিন্ন পেশার বিশিষ্টজন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং ড. কাজী আনিস আহমেদ।
সংবাদ সম্মেলনে পরিচালক সাদাফ সায জানান, আগামী ৫ থেকে ৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম আয়োজন। করোনা মহামারির কারণে গত তিন বছর এই উৎসব করা সম্ভব হয়নি।
সাদাফ সায বলেন, দশম আয়োজনে থাকছেন নোবেল পুরস্কার বিজয়ী লেখক ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত বিভিন্ন পুরস্কার বিজয়ী বক্তারা। তাঁদের মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যান্ড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার ও সম্মাননাপ্রাপ্তরা।
লিট ফেস্টের আরেক সহপরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘আমরা লিট ফেস্টকে দেখি ফেস্টিভ্যাল অব আইডিয়া হিসেবে। যদিও এখানে সাহিত্য একটি মুখ্য বিষয়।’
টিকিটের ব্যবস্থা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাজী আনিস আহমেদ বলেন, ‘এবারই আমরা টিকিটের ব্যবস্থা চালু করেছি। আসলে পৃথিবীর সব উৎসবে টিকিটের ব্যবস্থা রয়েছে। আর আয়োজনকে সাসটেইনেবল করতে অর্থের প্রয়োজন। আর আমরা কিন্তু সব উৎসবে টিকিট কেটেই অংশগ্রহণ করি।’
অপর সহপরিচালক আহসান আকবার বলেন, ‘করোনা মহামারির কথা মাথায় রেখে আমরা এবার সারাহ গিলবার্টকে নিয়ে আসছি। আগামী দিনে মহামারি যেন না আসে, সে জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের আরেকটা ভ্যাকসিন যেন না লাগে, সুস্থ থাকতে কী খাওয়া উচিত সে জন্য চিকিৎসক, শেফদের আমরা এই আয়োজনে যুক্ত করেছি।’
আয়োজনের অন্যতম স্পনসর সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, ‘২০১৫ সালে এ আয়োজনে আমরা স্পনসর করেছিলাম। ২০১৯ সালেও আমরা ছিলাম। আমি অনুরোধ করেছিলাম প্রাণ-প্রকৃতি নিয়ে সেশন রাখতে এবং তাঁরা রেখেছেন। এ জন্য আয়োজনকে ধন্যবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনের এই উৎসবে থাকবে নানা বৈচিত্র্যপূর্ণ আয়োজন। এর মধ্য রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে