Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক মামলা থেকে অব্যাহতি পেলেন খাদিজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৪৫
ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক মামলা থেকে অব্যাহতি পেলেন খাদিজা

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা আরও এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে। আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এই আদেশ দেন। এ সময় খাদিজা আদালতে হাজির ছিলেন। 

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, খাদিজার বিরুদ্ধে অভিযোগ গঠনের মত কোনো উপাদান মামলায় না থাকায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে, গত ২৮ জানুয়ারি আরেকটি মামলায় অব্যাহতি দেওয়া হয়েছিল খাদিজাকে। ওই মামলাটি ছিল কলাবাগান থানায় দায়ের করা। 

নিউমার্কেট থানায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। সেখানে খাদিজাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে খাদিজাকে অব্যাহতি দেওয়া হয়। অপর আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। 

একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম ও অন্যটির বাদী কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন। 

এর আগে, দীর্ঘ প্রায় ১৫ মাস কারাভোগের পর গত ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান খাদিজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত