Ajker Patrika

বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহসভাপতি নির্বাচিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচিত নেতারা। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচিত নেতারা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বদিউজ্জামান বদু এবং আব্দুস সবুর খান সেন্টু সহসভাপতি (জেনারেল) ও সাঈদ আহম্মেদ স্বপন সহসভাপতি (অ্যাসোসিয়েট) নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরে অ্যাসোসিয়েশন ভবনে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করে। এদিন প্রধান তিনটি পদের বিপরীতে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত হন।

এর আগে ৪ ফেব্রুয়ারি হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচনে জেনারেল ও অ্যাসোসিয়েট বিভাগে মোট ৩৬ প্রার্থী অংশ নেন। এতে জয়লাভ করেন ১৮ জন। তাঁদের ভোটে আজ সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন হওয়ার কথা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত