ফরিদপুর প্রতিনিধি

ছোট ভাইকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিল বড় বোন। কিন্তু ডুবে যায় বোনও। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছেন। মৃত ওই দুই ভাই-বোনের নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি মায়ের সঙ্গে ওই গ্রামের নানা মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে এসেছিল। তারা বোয়ালমারী উপজেলার সুমন শেখের সন্তান। বাবা সুমন শেখ পরিবার নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করেন।
নানা মতিয়ার মাতুব্বর জানান, তানহা ও আবু তালহা গতকাল বুধবার তাদের মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ১১টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় সেও ডুবে যায়।
খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের অবতারণা হয় হাসপাতাল চত্বরে।
জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আজাদ বলেন, ‘শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে। পরে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাই-বোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছোট ভাইকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিল বড় বোন। কিন্তু ডুবে যায় বোনও। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছেন। মৃত ওই দুই ভাই-বোনের নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি মায়ের সঙ্গে ওই গ্রামের নানা মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে এসেছিল। তারা বোয়ালমারী উপজেলার সুমন শেখের সন্তান। বাবা সুমন শেখ পরিবার নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করেন।
নানা মতিয়ার মাতুব্বর জানান, তানহা ও আবু তালহা গতকাল বুধবার তাদের মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ১১টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় সেও ডুবে যায়।
খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের অবতারণা হয় হাসপাতাল চত্বরে।
জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আজাদ বলেন, ‘শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে। পরে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাই-বোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৬ ঘণ্টা আগে