নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে আগুন দেওয়া ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্থকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাঈদ মিয়া। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় কে এম রেজাউল হাসানাত ডেভিড নামে এক ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন একই আদালত। আন্দালিব রহমান পার্থের বিষয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, তিনি ঘটনার ইন্ধনদাতা। আর ব্যবসায়ী ডেভিডের বিষয়ে বলা হয়েছে, তিনি ওই ঘটনার অর্থের জোগানদাতা।
এদিকে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২৩৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫৭ জনকে হাজির করা হয়। আদালত তাঁদের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। আর ২৩৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উত্তরা পূর্ব থানার এক নাশকতার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানায় দায়ের করা এক মামলায় চারজন, বনানী থানার আরেক মামলায় একজন, ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় দুজন ও পল্টন থানায় দায়ের করা এক মামলায় চারজনকে রিমান্ডে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার চার মামলায় ২০ জন, পল্টন থানায় দায়ের করা দুই মামলায় ১৩ জন, মতিঝিল থানায় দায়ের করা দুই মামলায় চারজন, মিরপুর থানায় দায়ের করা দুই মামলায় ১৫ জন, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা দুই মামলায় ছয়জন, উত্তরা পূর্ব থানায় দায়ের করা ছয় মামলায় ২৫ জন, কদমতলী থানার এক মামলায় ছয়জন, তুরাগ থানার এক মামলায় সাতজন, মোহাম্মদপুরের দুই মামলায় ১০ জন, ভাটারার এক মামলায় দুজন, বনানীর এক মামলায় চারজন, গুলশানের এক মামলায় দুজন, ধানমন্ডির দুই মামলায় তিনজন, হাতিরঝিলের দুই মামলায় ছয়জন, রমনার এক মামলায় একজন, সবুজবাগের এক মামলায় তিনজন, নিউমার্কেটের এক মামলায় চারজন, কোতোয়ালির এক মামলায় পাঁচজন, পল্লবীর এক মামলায় চারজন, কাফরুলের এক মামলায় তিনজন, সূত্রাপুরের এক মামলায় পাঁচজন, ডেমরার এক মামলায় ছয়জন, মুগদার তিনজন, রূপনগরের দুজন, বাড্ডার দুই মামলায় ২০ জন, বংশালের এক মামলায় পাঁচজন, রামপুরার এক মামলায় ১৫ জন, কলাবাগানের এক মামলায় দুজন, শেরেবাংলা নগর থানার মামলায় একজন, ওয়ারী থানার এক মামলায় ১০ জন, ক্যান্টনমেন্ট থানার এক মামলায় ১০ জনকে কারাগারে পাঠানো হয়।
এসব মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে বিভিন্ন স্থাপনায় হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বিভিন্ন স্থাপনা ভাঙচুর, আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া, পুলিশকে মারধর ও তাদের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মামলাগুলোতে।
উল্লেখ্য, গত রোববার ১১৯ জন, গত সোমবার ৩৫৫ জন, গত মঙ্গলবার ৪৬৭ এবং গতকাল বুধবার ৪২৩ জনকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে আগুন দেওয়া ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্থকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাঈদ মিয়া। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় কে এম রেজাউল হাসানাত ডেভিড নামে এক ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন একই আদালত। আন্দালিব রহমান পার্থের বিষয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, তিনি ঘটনার ইন্ধনদাতা। আর ব্যবসায়ী ডেভিডের বিষয়ে বলা হয়েছে, তিনি ওই ঘটনার অর্থের জোগানদাতা।
এদিকে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২৩৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫৭ জনকে হাজির করা হয়। আদালত তাঁদের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। আর ২৩৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উত্তরা পূর্ব থানার এক নাশকতার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানায় দায়ের করা এক মামলায় চারজন, বনানী থানার আরেক মামলায় একজন, ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় দুজন ও পল্টন থানায় দায়ের করা এক মামলায় চারজনকে রিমান্ডে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার চার মামলায় ২০ জন, পল্টন থানায় দায়ের করা দুই মামলায় ১৩ জন, মতিঝিল থানায় দায়ের করা দুই মামলায় চারজন, মিরপুর থানায় দায়ের করা দুই মামলায় ১৫ জন, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা দুই মামলায় ছয়জন, উত্তরা পূর্ব থানায় দায়ের করা ছয় মামলায় ২৫ জন, কদমতলী থানার এক মামলায় ছয়জন, তুরাগ থানার এক মামলায় সাতজন, মোহাম্মদপুরের দুই মামলায় ১০ জন, ভাটারার এক মামলায় দুজন, বনানীর এক মামলায় চারজন, গুলশানের এক মামলায় দুজন, ধানমন্ডির দুই মামলায় তিনজন, হাতিরঝিলের দুই মামলায় ছয়জন, রমনার এক মামলায় একজন, সবুজবাগের এক মামলায় তিনজন, নিউমার্কেটের এক মামলায় চারজন, কোতোয়ালির এক মামলায় পাঁচজন, পল্লবীর এক মামলায় চারজন, কাফরুলের এক মামলায় তিনজন, সূত্রাপুরের এক মামলায় পাঁচজন, ডেমরার এক মামলায় ছয়জন, মুগদার তিনজন, রূপনগরের দুজন, বাড্ডার দুই মামলায় ২০ জন, বংশালের এক মামলায় পাঁচজন, রামপুরার এক মামলায় ১৫ জন, কলাবাগানের এক মামলায় দুজন, শেরেবাংলা নগর থানার মামলায় একজন, ওয়ারী থানার এক মামলায় ১০ জন, ক্যান্টনমেন্ট থানার এক মামলায় ১০ জনকে কারাগারে পাঠানো হয়।
এসব মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে বিভিন্ন স্থাপনায় হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বিভিন্ন স্থাপনা ভাঙচুর, আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া, পুলিশকে মারধর ও তাদের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মামলাগুলোতে।
উল্লেখ্য, গত রোববার ১১৯ জন, গত সোমবার ৩৫৫ জন, গত মঙ্গলবার ৪৬৭ এবং গতকাল বুধবার ৪২৩ জনকে কারাগারে পাঠানো হয়।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৪০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে