নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত র্যালিতে মারামারির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের মিশনপাড়া ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। নেতার পাশে দাঁড়ানো নিয়ে যুবদলের দুই পক্ষ বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়ায়।
এ ঘটনায় মাসুম নামের যুবদলের একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছেন। আহত মাসুম বিএনপি নেতা হাসান আহম্মেদের সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মিশনপাড়ায় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ চলছিল। এ সময় বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহর নেতৃত্বে একটি মিছিল আসে সমাবেশস্থলে। তাঁর অনুসারীরা আগে দাঁড়িয়ে থাকা নেতাদের সরিয়ে জায়গা দখলে নেয়। পরে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব শাহেদ আহম্মেদের নেতৃত্বে মিছিল এলে তারাও শাহেন শাহর লোকদের সরিয়ে দেয়। এ নিয়ে যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সবাইকে নিবৃত্ত করেন।
পরবর্তী সময়ে র্যালি শুরু হওয়ার পর শহরের বিবি রোডের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের কাছে পৌঁছালে যুবদলের কিছু সমর্থক যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফকে ধাক্কা দেয়। এ সময় জোসেফের অনুসারীরা তাঁদের মারধর করে। তাতে মাসুম নামের এক কর্মীর নাক ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। পরে সাখাওয়াত হোসেন খানসহ সিনিয়র নেতারা আহত মাসুমকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এ বিষয়ে মহানগর যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফ বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে দাঁড়ানো নিয়ে শহরের কিছু যুবদল নেতা–কর্মীর সঙ্গে বন্দরের কিছু যুবদল নেতা-কর্মীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে মারামারির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত র্যালিতে মারামারির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের মিশনপাড়া ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। নেতার পাশে দাঁড়ানো নিয়ে যুবদলের দুই পক্ষ বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়ায়।
এ ঘটনায় মাসুম নামের যুবদলের একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছেন। আহত মাসুম বিএনপি নেতা হাসান আহম্মেদের সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মিশনপাড়ায় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ চলছিল। এ সময় বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহর নেতৃত্বে একটি মিছিল আসে সমাবেশস্থলে। তাঁর অনুসারীরা আগে দাঁড়িয়ে থাকা নেতাদের সরিয়ে জায়গা দখলে নেয়। পরে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব শাহেদ আহম্মেদের নেতৃত্বে মিছিল এলে তারাও শাহেন শাহর লোকদের সরিয়ে দেয়। এ নিয়ে যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সবাইকে নিবৃত্ত করেন।
পরবর্তী সময়ে র্যালি শুরু হওয়ার পর শহরের বিবি রোডের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের কাছে পৌঁছালে যুবদলের কিছু সমর্থক যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফকে ধাক্কা দেয়। এ সময় জোসেফের অনুসারীরা তাঁদের মারধর করে। তাতে মাসুম নামের এক কর্মীর নাক ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। পরে সাখাওয়াত হোসেন খানসহ সিনিয়র নেতারা আহত মাসুমকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এ বিষয়ে মহানগর যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফ বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে দাঁড়ানো নিয়ে শহরের কিছু যুবদল নেতা–কর্মীর সঙ্গে বন্দরের কিছু যুবদল নেতা-কর্মীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে মারামারির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১৯ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৫ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে