নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়া ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারসহ ২১ বিএনপি নেতা–কর্মীদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৬ জনকে বেকসুর খালাস দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন জানান, আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না। শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে সময় চেয়ে আবেদন করা হলে আদালত আবেদন নামঞ্জুর করে রায় ঘোষণা করেন।
এই আইনজীবী আরও বলেন, ‘এ রায়ে আমরা সংক্ষুব্ধ। সঠিকভাবে বিচার হলে আমরা ন্যায়বিচার পেতাম। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।’
আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পর আদালত দণ্ডিতদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর (মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া) বিরুদ্ধে আদালতের রায়কে ঘিরে আসামিরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় রাস্তায় চলাচলকারী ৪/৫টি গাড়ি ভাঙচুর ও সেসব গাড়ির চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় আসামিরা।
এ ঘটনায় ২০১৩ সালের ২ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানার তৎকালীন এসআই এরশাদ হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ মে ইসহাক আলী সরকারসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই হাসানুজ্জামান। এরপর আদালত এ মামলায় অভিযোগ গঠন করেন।

গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়া ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারসহ ২১ বিএনপি নেতা–কর্মীদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৬ জনকে বেকসুর খালাস দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন জানান, আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না। শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে সময় চেয়ে আবেদন করা হলে আদালত আবেদন নামঞ্জুর করে রায় ঘোষণা করেন।
এই আইনজীবী আরও বলেন, ‘এ রায়ে আমরা সংক্ষুব্ধ। সঠিকভাবে বিচার হলে আমরা ন্যায়বিচার পেতাম। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।’
আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পর আদালত দণ্ডিতদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর (মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া) বিরুদ্ধে আদালতের রায়কে ঘিরে আসামিরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় রাস্তায় চলাচলকারী ৪/৫টি গাড়ি ভাঙচুর ও সেসব গাড়ির চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় আসামিরা।
এ ঘটনায় ২০১৩ সালের ২ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানার তৎকালীন এসআই এরশাদ হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ মে ইসহাক আলী সরকারসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই হাসানুজ্জামান। এরপর আদালত এ মামলায় অভিযোগ গঠন করেন।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে