উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীতে তিন যুবককে টর্চার সেলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাঁর কাছ থেকে মুক্তিপণের টাকা ও ইয়াবা জব্দ করা হয়।
রূপগঞ্জের পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রোববার রাতে তিন যুবককে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করেন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ (৩৫)। নির্যাতনের শিকার তিন যুবকের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে সেনাবাহিনী তাঁর কাছ থেকে মুক্তিপণের ২ লাখ ৩০ হাজার টাকা ও পাঁচটি ইয়াবা জব্দ করে। পরে আইনানুগ ব্যবস্থার জন্য মাসুদকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পূর্বাচল আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী তিন যুবককে সারা রাত টর্চার সেলে আটকে রেখে ২ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন মাসুদ। পরদিন সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা পূর্বাচল আর্মি ক্যাম্পে অভিযোগ দিলে অভিযান চালানো হয়।
ওই কর্মকর্তা আরও বলেন, চাঁদাবাজির অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাসুদ। পরে ওই মামলায় জামিন নিয়ে একই কর্মকাণ্ড চালিয়ে যান তিনি।

রাজধানীতে তিন যুবককে টর্চার সেলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাঁর কাছ থেকে মুক্তিপণের টাকা ও ইয়াবা জব্দ করা হয়।
রূপগঞ্জের পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রোববার রাতে তিন যুবককে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করেন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ (৩৫)। নির্যাতনের শিকার তিন যুবকের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে সেনাবাহিনী তাঁর কাছ থেকে মুক্তিপণের ২ লাখ ৩০ হাজার টাকা ও পাঁচটি ইয়াবা জব্দ করে। পরে আইনানুগ ব্যবস্থার জন্য মাসুদকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পূর্বাচল আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী তিন যুবককে সারা রাত টর্চার সেলে আটকে রেখে ২ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন মাসুদ। পরদিন সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা পূর্বাচল আর্মি ক্যাম্পে অভিযোগ দিলে অভিযান চালানো হয়।
ওই কর্মকর্তা আরও বলেন, চাঁদাবাজির অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাসুদ। পরে ওই মামলায় জামিন নিয়ে একই কর্মকাণ্ড চালিয়ে যান তিনি।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৩ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৮ মিনিট আগে