নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচারক ও আইনজীবীদের ভয় দেখাতে আদালতেও ককটেল হামলা করা হচ্ছে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হারুন বলেন, গতকাল সোমবার বিএনপি মহাসচিবের জামিন আবেদনের শুনানি ছিল। সেখানেও নাশকতাকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য, বিচারকদের ভয় দেখানোর জন্য চারতলা থেকে ককটেল নিক্ষেপ করেছে। যদিও কোনো হতাহত হয়নি।
জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে উল্লেখ করে ডিবিপ্রধান বলেন, ‘যারা প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপ করতে পারে, বাসায় হামলা করতে পারে, তারা আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে। কারা এ সকল কাজ করেছে আমরা সবার নাম পেয়েছি।’
সামনের দিনে আরও বড় হামলার আশঙ্কা আছে কি না, সেই সঙ্গে কার নির্দেশে এসব হামলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘নাশকতার সঙ্গে জড়িত অনেককে আমরা গ্রেপ্তার করেছি। নাশকতাকারীরা আগুন লাগানোর পর ছবি ও ভিডিও পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। তার মধ্যে তারা লন্ডনের কথা বলেছে, ঢাকায় সিনিয়র নেতাদের কথাও বলেছে। সবার কথাই বলেছে।’
ডিবি কার্যালয় ভাতের হোটেল বলে মানুষ ট্রল করছে, এ বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘এইটা রসবোধ প্রশ্ন। বাঙালি একটা রসবোধ জাতি। বাংলা সাহিত্যে রসবোধ প্রয়োগ কিন্তু আমাদের মানসিক খোরাক জোগায়। আমি মনে করি এইটা রসবোধপ্রবণ একটি বিষয়। আমরা তো আসলে কাউকে ডেকে এনে খাওয়াই না। কেউ যদি কাজের জন্য আমাদের কাছে আসে, তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি লাঞ্চ টাইম হলে লাঞ্চের অফার করি। সে যদি অফার গ্রহণ করেন তাহলে খেয়ে যান। আর আমরা তো বৃটিশ পুলিশ না। আমরা এখন স্বাধীন দেশের পুলিশ। একটা সময় থানায় যেতে মানুষ ভয় পেত। আর এখন আমি একজন ডিআইজি শত শত লোক কোনো না কোনো কাজ আসতেছে। সাইবার বুলিংসহ বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষ আমাদের কাছে আসছে।’
ভাতের হোটেল বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিচারক ও আইনজীবীদের ভয় দেখাতে আদালতেও ককটেল হামলা করা হচ্ছে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হারুন বলেন, গতকাল সোমবার বিএনপি মহাসচিবের জামিন আবেদনের শুনানি ছিল। সেখানেও নাশকতাকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য, বিচারকদের ভয় দেখানোর জন্য চারতলা থেকে ককটেল নিক্ষেপ করেছে। যদিও কোনো হতাহত হয়নি।
জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে উল্লেখ করে ডিবিপ্রধান বলেন, ‘যারা প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপ করতে পারে, বাসায় হামলা করতে পারে, তারা আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে। কারা এ সকল কাজ করেছে আমরা সবার নাম পেয়েছি।’
সামনের দিনে আরও বড় হামলার আশঙ্কা আছে কি না, সেই সঙ্গে কার নির্দেশে এসব হামলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘নাশকতার সঙ্গে জড়িত অনেককে আমরা গ্রেপ্তার করেছি। নাশকতাকারীরা আগুন লাগানোর পর ছবি ও ভিডিও পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। তার মধ্যে তারা লন্ডনের কথা বলেছে, ঢাকায় সিনিয়র নেতাদের কথাও বলেছে। সবার কথাই বলেছে।’
ডিবি কার্যালয় ভাতের হোটেল বলে মানুষ ট্রল করছে, এ বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘এইটা রসবোধ প্রশ্ন। বাঙালি একটা রসবোধ জাতি। বাংলা সাহিত্যে রসবোধ প্রয়োগ কিন্তু আমাদের মানসিক খোরাক জোগায়। আমি মনে করি এইটা রসবোধপ্রবণ একটি বিষয়। আমরা তো আসলে কাউকে ডেকে এনে খাওয়াই না। কেউ যদি কাজের জন্য আমাদের কাছে আসে, তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি লাঞ্চ টাইম হলে লাঞ্চের অফার করি। সে যদি অফার গ্রহণ করেন তাহলে খেয়ে যান। আর আমরা তো বৃটিশ পুলিশ না। আমরা এখন স্বাধীন দেশের পুলিশ। একটা সময় থানায় যেতে মানুষ ভয় পেত। আর এখন আমি একজন ডিআইজি শত শত লোক কোনো না কোনো কাজ আসতেছে। সাইবার বুলিংসহ বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষ আমাদের কাছে আসছে।’
ভাতের হোটেল বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৭ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৭ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
২ ঘণ্টা আগে