নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বিএনপিপন্থী ৪৮ জন আইনজীবী। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাঁদের জামিন দেন।
সকালে ৪৮ জন আইনজীবী আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। বেলা আড়াইটার দিকে শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই হাজার টাকার মুচলেকায় জামিন দেন। জামিনপ্রাপ্ত একজন আইনজীবী শাম্মী আক্তার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা হয়। রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন উপপরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার।
মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. ওমর ফারুক ফারুকী, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট জহুরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট দেওয়ান রিপন, অ্যাডভোকেট হাজি মো. মহাসিন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সায়েম, অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল-মামুন, অ্যাডভোকেট শাম্মী আক্তার প্রমুখ।
গত মঙ্গলবার বিএনপিপন্থী আইনজীবীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, ভোটাধিকার পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে জনসন রোডে পদযাত্রা করার সময় পুলিশের সাথে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষকে কেন্দ্র করে এই মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নামে ব্যানার এবং সরকারবিরোধী বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সমর্থিত আরও অনেক আইনজীবী তাঁদের নির্ধারিত কর্মসূচি পদযাত্রা সফল করার লক্ষ্যে জড় হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আইনজীবীরা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতি ভবন থেকে জনসন রোডের ওপর চলে আসেন।
তখন কোতোয়ালি থানা-পুলিশ মিছিলকারী আইনজীবীদের রাস্তা অবরোধ না করার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু আইনজীবীরা পুলিশের কোনো অনুরোধের তোয়াক্কা না করে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়, রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়, ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় মিছিলকারী আইনজীবীদের নিক্ষিপ্ত ইটপাটকেল ও প্ল্যাকার্ডের লাঠির আঘাতে কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, কোতোয়ালি থানার এসি শাহিনুর ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, ওসি অপারেশন নাজমুল হক, এএসআই বসির ও কনস্টেবল রুহুল আমিন, আনসার সদস্য সুমন আলী আহত হন।

বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বিএনপিপন্থী ৪৮ জন আইনজীবী। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাঁদের জামিন দেন।
সকালে ৪৮ জন আইনজীবী আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। বেলা আড়াইটার দিকে শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই হাজার টাকার মুচলেকায় জামিন দেন। জামিনপ্রাপ্ত একজন আইনজীবী শাম্মী আক্তার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা হয়। রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন উপপরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার।
মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. ওমর ফারুক ফারুকী, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট জহুরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট দেওয়ান রিপন, অ্যাডভোকেট হাজি মো. মহাসিন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সায়েম, অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল-মামুন, অ্যাডভোকেট শাম্মী আক্তার প্রমুখ।
গত মঙ্গলবার বিএনপিপন্থী আইনজীবীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, ভোটাধিকার পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে জনসন রোডে পদযাত্রা করার সময় পুলিশের সাথে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষকে কেন্দ্র করে এই মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নামে ব্যানার এবং সরকারবিরোধী বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সমর্থিত আরও অনেক আইনজীবী তাঁদের নির্ধারিত কর্মসূচি পদযাত্রা সফল করার লক্ষ্যে জড় হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আইনজীবীরা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতি ভবন থেকে জনসন রোডের ওপর চলে আসেন।
তখন কোতোয়ালি থানা-পুলিশ মিছিলকারী আইনজীবীদের রাস্তা অবরোধ না করার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু আইনজীবীরা পুলিশের কোনো অনুরোধের তোয়াক্কা না করে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়, রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়, ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় মিছিলকারী আইনজীবীদের নিক্ষিপ্ত ইটপাটকেল ও প্ল্যাকার্ডের লাঠির আঘাতে কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, কোতোয়ালি থানার এসি শাহিনুর ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, ওসি অপারেশন নাজমুল হক, এএসআই বসির ও কনস্টেবল রুহুল আমিন, আনসার সদস্য সুমন আলী আহত হন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে