নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ২৬ দশমিক ২৪ শতাংশ ভোট পড়েছে। তিন লাখেরও বেশি ভোটারের এই আসনে এত কম ভোটার উপস্থিতির পেছনে ‘শক্ত প্রতিদ্বন্দ্বিতা’ না থাকাকে দায়ী করছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘সেখানে তেমন কোনো প্রার্থী ছিল না। এক প্রার্থী তেমন পরিচিতও ছিলেন না। এ কারণে নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি।’
আজ রোববার ঢাকার আগারগাঁওয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মো. আলমগীর বলেন, ‘কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে এই ধরনের কোনো শর্ত নেই। তাই ভোট যদি শান্তিপূর্ণ হয় এবং নিয়মমত হয়, কোনো অনিয়ম না হয়; সমস্ত নিয়মকানুন যদি ফলো করে, তাহলে অবশ্যই তো গ্রহণযোগ্য ভোট বলতে হবে।’
এই নির্বাচন কমিশনার মনে করেন, যেহেতু সাধারণ নির্বাচনের আর অল্প সময় আছে, তাই স্বাভাবিকভাবেই ভোটাররা মনে করেন যে এখানে তো সরকারের কোনো পরিবর্তন হবে না। আর যিনি নির্বাচিত হবেন, তিনিও কাজ করার তেমন একটা সময় পাবেন না। তাই ভোটারদের আগ্রহ কম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আলমগীর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সাম্প্রতিক সময়ের পৌর নির্বাচনগুলোর উদাহরণ টানেন। তিনি জানান, কুমিল্লায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছিল। পৌরসভার ভোটেও তাই হয়েছে। এসব নির্বাচনে ভোটের হার অনেক বেশি।
যেখানে মেয়াদ বেশি থাকে, শক্ত প্রতিদ্বন্দ্বী থাকে, স্বাভাবিকভাবেই সেখানে ভোটার উপস্থিতি বেশি থাকে। এটিই আমরা মনে করি। হয়তো গবেষণা করলে সঠিকটা বোঝা যাবে—যোগ করেন সাবেক এই ইসি সচিব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর জানান, ভোটার উপস্থিতি কম থাকা কোনো আশঙ্কা নয়। আইন অনুযায়ী কত শতাংশ ভোট পড়তে হবে এমন কোনো শর্তও নেই। কিংবা কম ভোট পড়লে নির্বাচন অগ্রহণযোগ্য হবে এমনটা বলার সুযোগও আইনে নেই।

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ২৬ দশমিক ২৪ শতাংশ ভোট পড়েছে। তিন লাখেরও বেশি ভোটারের এই আসনে এত কম ভোটার উপস্থিতির পেছনে ‘শক্ত প্রতিদ্বন্দ্বিতা’ না থাকাকে দায়ী করছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘সেখানে তেমন কোনো প্রার্থী ছিল না। এক প্রার্থী তেমন পরিচিতও ছিলেন না। এ কারণে নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি।’
আজ রোববার ঢাকার আগারগাঁওয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মো. আলমগীর বলেন, ‘কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে এই ধরনের কোনো শর্ত নেই। তাই ভোট যদি শান্তিপূর্ণ হয় এবং নিয়মমত হয়, কোনো অনিয়ম না হয়; সমস্ত নিয়মকানুন যদি ফলো করে, তাহলে অবশ্যই তো গ্রহণযোগ্য ভোট বলতে হবে।’
এই নির্বাচন কমিশনার মনে করেন, যেহেতু সাধারণ নির্বাচনের আর অল্প সময় আছে, তাই স্বাভাবিকভাবেই ভোটাররা মনে করেন যে এখানে তো সরকারের কোনো পরিবর্তন হবে না। আর যিনি নির্বাচিত হবেন, তিনিও কাজ করার তেমন একটা সময় পাবেন না। তাই ভোটারদের আগ্রহ কম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আলমগীর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সাম্প্রতিক সময়ের পৌর নির্বাচনগুলোর উদাহরণ টানেন। তিনি জানান, কুমিল্লায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছিল। পৌরসভার ভোটেও তাই হয়েছে। এসব নির্বাচনে ভোটের হার অনেক বেশি।
যেখানে মেয়াদ বেশি থাকে, শক্ত প্রতিদ্বন্দ্বী থাকে, স্বাভাবিকভাবেই সেখানে ভোটার উপস্থিতি বেশি থাকে। এটিই আমরা মনে করি। হয়তো গবেষণা করলে সঠিকটা বোঝা যাবে—যোগ করেন সাবেক এই ইসি সচিব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর জানান, ভোটার উপস্থিতি কম থাকা কোনো আশঙ্কা নয়। আইন অনুযায়ী কত শতাংশ ভোট পড়তে হবে এমন কোনো শর্তও নেই। কিংবা কম ভোট পড়লে নির্বাচন অগ্রহণযোগ্য হবে এমনটা বলার সুযোগও আইনে নেই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে