নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শের-ই-বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারসহ ১২ দালালকে গ্রেপ্তার করেছে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও ডাক্তার সেজে চিকিৎসা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও র্যাব-২’ র কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভুয়া ডাক্তার রাসেল আহমেদ (৪০), আরিয়ান (২৬), তাজুল ইসলাম (২৬), ফারুক হোসেন (৪৫), সোয়েব খান (৪৭), মো. রবিউল (৪২), আবুবকর সিদ্দিক (৪২), মোরশেদ আলম (৪৬), মোহাম্মাদুল হাসান আপেল (৩০), মিজানুর (২৫), আব্দুল আউয়াল (৫৬) এবং নাজিবুল ইসলাম সানু (৩৫)।
অভিযানের বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন ভুয়া ডাক্তারসহ ১২ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে সবাইকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।’
অভিযানের বিষয়ে র্যাব-২’ র কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, ‘চলতি বছরের ৬ জানুয়ারি শ্যামলীর প্রাণের বাংলাদেশ নামের একটি হাসপাতালের অনিয়মের কারণে এক শিশু মারা যায়। সরকারি হাসপাতাল থেকে সোয়েব নামের এক দালাল তাঁদের ফুসলিয়ে ওই হাসপাতালে নিয়ে যায়। তাঁকে র্যাব গ্রেপ্তার করেছিল। কিন্তু সে জামিনে বেড়িয়ে আবারও একই পেশায় ফিরে দেশের প্রত্যন্ত এলাকা থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষদের ভালো চিকিৎসার কথা বলে নাম সর্বস্ব ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসার নামে এই সকল দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিতে নেওয়া হয়। গ্রেপ্তার দালালদের মধ্যে সোয়েবের বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া পলাশ নামে অপর এক দালাল একটি মামলার পলাতক আসামি ছিল। এছাড়া গ্রেপ্তার রাসেল আহমেদ পিপলস হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের ভুয়া ডাক্তার পরিচয় রোগীদের চিকিৎসা দিত।’

রাজধানীর শের-ই-বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারসহ ১২ দালালকে গ্রেপ্তার করেছে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও ডাক্তার সেজে চিকিৎসা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও র্যাব-২’ র কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভুয়া ডাক্তার রাসেল আহমেদ (৪০), আরিয়ান (২৬), তাজুল ইসলাম (২৬), ফারুক হোসেন (৪৫), সোয়েব খান (৪৭), মো. রবিউল (৪২), আবুবকর সিদ্দিক (৪২), মোরশেদ আলম (৪৬), মোহাম্মাদুল হাসান আপেল (৩০), মিজানুর (২৫), আব্দুল আউয়াল (৫৬) এবং নাজিবুল ইসলাম সানু (৩৫)।
অভিযানের বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন ভুয়া ডাক্তারসহ ১২ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে সবাইকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।’
অভিযানের বিষয়ে র্যাব-২’ র কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, ‘চলতি বছরের ৬ জানুয়ারি শ্যামলীর প্রাণের বাংলাদেশ নামের একটি হাসপাতালের অনিয়মের কারণে এক শিশু মারা যায়। সরকারি হাসপাতাল থেকে সোয়েব নামের এক দালাল তাঁদের ফুসলিয়ে ওই হাসপাতালে নিয়ে যায়। তাঁকে র্যাব গ্রেপ্তার করেছিল। কিন্তু সে জামিনে বেড়িয়ে আবারও একই পেশায় ফিরে দেশের প্রত্যন্ত এলাকা থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষদের ভালো চিকিৎসার কথা বলে নাম সর্বস্ব ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসার নামে এই সকল দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিতে নেওয়া হয়। গ্রেপ্তার দালালদের মধ্যে সোয়েবের বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া পলাশ নামে অপর এক দালাল একটি মামলার পলাতক আসামি ছিল। এছাড়া গ্রেপ্তার রাসেল আহমেদ পিপলস হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের ভুয়া ডাক্তার পরিচয় রোগীদের চিকিৎসা দিত।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে