নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকালে এই অভিযান শুরু হয়। অভিযানে ইট, বালু ও পাথরের আড়তসহ আশপাশের অন্তত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।
উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এখানে অবৈধভাবে ইট—পাথরের আড়তসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই চলছে। এতে করপোরেশন কোনো রাজস্ব পায় না। এ ধরনের অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশের প্রয়োজন নেই। জনগণের স্বার্থেই এসব জায়গা উদ্ধার করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। তারা চাইলে বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা চালাতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ করবে। তবে অবৈধ দখলদারি আর চলবে না।’
ডিএনসিসির প্রশাসক আরও বলেন, ‘সিটি করপোরেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করা আমাদের দায়িত্ব। এসব জায়গা উদ্ধার করে মাঠ ও পার্ক করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীতে খোলা জায়গার সংকট রয়েছে, তাই এসব উন্মুক্ত স্থানের প্রয়োজনীয়তা আরও বেশি।’
গাবতলী বেড়িবাঁধ এলাকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হওয়া প্রায় ১৫০ একর জমি দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে জানান তিনি।

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকালে এই অভিযান শুরু হয়। অভিযানে ইট, বালু ও পাথরের আড়তসহ আশপাশের অন্তত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।
উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এখানে অবৈধভাবে ইট—পাথরের আড়তসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই চলছে। এতে করপোরেশন কোনো রাজস্ব পায় না। এ ধরনের অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশের প্রয়োজন নেই। জনগণের স্বার্থেই এসব জায়গা উদ্ধার করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। তারা চাইলে বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা চালাতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ করবে। তবে অবৈধ দখলদারি আর চলবে না।’
ডিএনসিসির প্রশাসক আরও বলেন, ‘সিটি করপোরেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করা আমাদের দায়িত্ব। এসব জায়গা উদ্ধার করে মাঠ ও পার্ক করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীতে খোলা জায়গার সংকট রয়েছে, তাই এসব উন্মুক্ত স্থানের প্রয়োজনীয়তা আরও বেশি।’
গাবতলী বেড়িবাঁধ এলাকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হওয়া প্রায় ১৫০ একর জমি দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে জানান তিনি।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩০ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে