নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোটিশ পেয়ে নির্ধারিত সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীকে কারাগার থেকে আগামী ১ জুন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত রহমান এই নির্দেশ দেন।
আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এই মামলার অভিযোগপত্রে আসলাম চৌধুরীকে পলাতক দেখানো হয়। কিন্তু তিনি অন্য মামলায় কারাগারে রয়েছেন। তাঁর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আসলাম চৌধুরীকে আগামী ধার্য তারিখে হাজির করার নির্দেশ দেন। ওই দিন অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন।
এর আগে গত ২৮ মার্চ ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান আসলাম চৌধুরীর অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত বছরের ২৯ ডিসেম্বর দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমসহ মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন বিএনপি নেতার বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ভাটিয়ারির বাসিন্দা আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী জমিলা নাজনীন মাওলার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে কয়েক শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।
২০১৯ সালের ১৩ মে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ঋত্বিক সাহা চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে একটি নোটিশ জারি করে কারাবন্দী আসলাম চৌধুরীকে সাত দিনের মধ্যে তাঁর সম্পদের বিবরণী জমা দিতে বলে। এরপর ওই বছরের ২৩ জুন আসলাম চৌধুরীকে নোটিশ দেয় চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষ।
২০১৯ সালের ১ জুলাই আসলাম চৌধুরী সম্পদের হিসাব দুদকে জমা দিতে তিন মাস সময় চেয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাঁকে সম্পদ বিবরণী দাখিলের জন্য মোট ৩৬ দিন সময় দেয়।
আসলাম চৌধুরী ২০১৯ সালের ১৯ আগস্ট আবার এ বিষয়ে আরও তিন মাস সময় চেয়ে আরেকটি আবেদন জমা দেন। তবে ওই বছরের ১৫ অক্টোবর দুদক কারা কর্তৃপক্ষের মাধ্যমে আসলাম চৌধুরীকে জানায়, আর কোনো সময় বাড়ানো হবে না এবং বেশ কয়েকবার সময় বাড়ানোর আবেদন করা সত্ত্বেও তিনি নির্ধারিত সময়ে নথি জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

নোটিশ পেয়ে নির্ধারিত সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীকে কারাগার থেকে আগামী ১ জুন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত রহমান এই নির্দেশ দেন।
আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এই মামলার অভিযোগপত্রে আসলাম চৌধুরীকে পলাতক দেখানো হয়। কিন্তু তিনি অন্য মামলায় কারাগারে রয়েছেন। তাঁর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আসলাম চৌধুরীকে আগামী ধার্য তারিখে হাজির করার নির্দেশ দেন। ওই দিন অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন।
এর আগে গত ২৮ মার্চ ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান আসলাম চৌধুরীর অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত বছরের ২৯ ডিসেম্বর দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমসহ মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন বিএনপি নেতার বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ভাটিয়ারির বাসিন্দা আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী জমিলা নাজনীন মাওলার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে কয়েক শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।
২০১৯ সালের ১৩ মে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ঋত্বিক সাহা চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে একটি নোটিশ জারি করে কারাবন্দী আসলাম চৌধুরীকে সাত দিনের মধ্যে তাঁর সম্পদের বিবরণী জমা দিতে বলে। এরপর ওই বছরের ২৩ জুন আসলাম চৌধুরীকে নোটিশ দেয় চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষ।
২০১৯ সালের ১ জুলাই আসলাম চৌধুরী সম্পদের হিসাব দুদকে জমা দিতে তিন মাস সময় চেয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাঁকে সম্পদ বিবরণী দাখিলের জন্য মোট ৩৬ দিন সময় দেয়।
আসলাম চৌধুরী ২০১৯ সালের ১৯ আগস্ট আবার এ বিষয়ে আরও তিন মাস সময় চেয়ে আরেকটি আবেদন জমা দেন। তবে ওই বছরের ১৫ অক্টোবর দুদক কারা কর্তৃপক্ষের মাধ্যমে আসলাম চৌধুরীকে জানায়, আর কোনো সময় বাড়ানো হবে না এবং বেশ কয়েকবার সময় বাড়ানোর আবেদন করা সত্ত্বেও তিনি নির্ধারিত সময়ে নথি জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
৪২ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে