Ajker Patrika

রাজধানীর বারিধারায় শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বারিধারায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল রোববার বেলা ১১টার দিকে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সজল হোসেন পলাশ (৪০)। তিনি পেশায় গাড়িচালক।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার মায়ের সঙ্গে বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি বাসায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। তার বাবা মারা গেছেন। মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকত, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন সজল নামের ওই অভিযুক্ত ব্যক্তি। সেখান থেকে তাদের পরিচয়। সেই পরিচয়ের সূত্রে মাঝেমধ্যে তাদের নতুন বাসায় আসা–যাওয়া করতেন সজল।

এসআই আরও বলেন, গতকাল রোববার সকালে মেয়েটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এ সময় সজল বাসায় আসেন, শিশুটিকে ধর্ষণ করে চলে যান। পরে মা বাসায় এলে সবকিছু খুলে বলে শিশুটি। এরপর থানায় মামলা করেন তিনি।

এসআই বলেন, মামলার পরিপ্রেক্ষিতে সজলকে গ্রেপ্তার করা হয়। আর শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেকের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত