Ajker Patrika

রাজধানীর বারিধারায় শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বারিধারায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল রোববার বেলা ১১টার দিকে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সজল হোসেন পলাশ (৪০)। তিনি পেশায় গাড়িচালক।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার মায়ের সঙ্গে বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি বাসায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। তার বাবা মারা গেছেন। মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকত, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন সজল নামের ওই অভিযুক্ত ব্যক্তি। সেখান থেকে তাদের পরিচয়। সেই পরিচয়ের সূত্রে মাঝেমধ্যে তাদের নতুন বাসায় আসা–যাওয়া করতেন সজল।

এসআই আরও বলেন, গতকাল রোববার সকালে মেয়েটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এ সময় সজল বাসায় আসেন, শিশুটিকে ধর্ষণ করে চলে যান। পরে মা বাসায় এলে সবকিছু খুলে বলে শিশুটি। এরপর থানায় মামলা করেন তিনি।

এসআই বলেন, মামলার পরিপ্রেক্ষিতে সজলকে গ্রেপ্তার করা হয়। আর শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেকের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত