কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া গ্রামের আরমান কাজীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গত দুই দিন যাবৎ তৃতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় অন্য ভাড়াটিয়ারা ওই ভবনের মালিক আরমান কাজীকে জানান। পরে বাড়ির মালিক আরমান কাজী বুধবার দুপুরে নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমানকে বিষয়টি মোবাইল ফোনে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়িকে অবগত করেন। এরপর পুলিশের সঙ্গে ওই বাসায় যান তিনি।
ইউপি সদস্য মুজিবুর রহমান বাড়ির মালিকের বরাত দিয়ে বলেন, নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া গ্রামের আরমান কাজীর বাড়িতে ভাই-বোন পরিচয়ে বাসা ভাড়া নিয়ে প্রায় পাঁচ মাস যাবৎ বসবাস করে আসছেন খ্রিষ্টান ধর্মাবলম্বী পঞ্চাশোর্ধ্ব নারী ও পুরুষ। ওই বাড়ির তৃতীয় তলার উত্তর পাশের তিন কক্ষবিশিষ্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা আলাদা কক্ষে বসবাস করতেন তাঁরা। দিনের বেশির ভাগ সময় বাসার মধ্যেই অবস্থান করতেন তাঁরা।
ইউপি সদস্য আরও বলেন, পরে ফাঁড়ির ইনচার্জ এসআই মধুসূদন পান্ডে বিকেল সাড়ে ৪টায় ইউপি সদস্যর উপস্থিতিতে ওই বাড়ির দরজায় নক করলে দরজা খুলে যায়। ঘরে প্রবেশ করে তাঁরা মেঝের মাঝখানে অগ্নিদগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি গ্যাস সিলিন্ডার থেকে চুলায় থাকা সংযোগ লাইনের পাইপ আগুনে পোড়া ছিল। পাশের কক্ষের নারীর পাসপোর্ট দেখে জানা যায় নিহত ব্যক্তি রাজধানীর তেজগাঁও (ফার্মগেট) এলাকার বাসিন্দা।
মুজিবুর রহমান বলেন, ওই কক্ষের ভেতরে কোনো আসবাবপত্রসহ অন্য কিছু ছিল না। পাশের অন্য দুই কক্ষেও তেমন কোনো আসবাবপত্র চোখে পড়েনি। তবে পাশের কক্ষে থাকা নারী নিহত ব্যক্তিকে চেনেন না বলে পুলিশের কাছে স্বীকার করেন। ওই নারীর অসংলগ্ন কথাবার্তায় কোনো কিছু বোঝা যায়নি। বাড়ির মালিক তাঁদের পরিচয় জানাতে না পারলেও ভাই-বোন পরিচয়ে তাঁরা বাসা বাসা ভাড়া নিয়েছেন বলে জানান। কিন্তু ওই নারী বিষয়টি অস্বীকার করে বলেন, নিহত ব্যক্তিকে তিনি চেনেন না। বরং তিনি জানান, তাঁরা একসঙ্গে নয় একই ফ্ল্যাটের আলাদা কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
এ বিষয়ে ওসি মো. আনিসুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় বাড়ির মালিক আরমান কাজী ও এক নারীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। তবে তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাননি বলে জানান ওসি।

গাজীপুরের কালীগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া গ্রামের আরমান কাজীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গত দুই দিন যাবৎ তৃতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় অন্য ভাড়াটিয়ারা ওই ভবনের মালিক আরমান কাজীকে জানান। পরে বাড়ির মালিক আরমান কাজী বুধবার দুপুরে নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমানকে বিষয়টি মোবাইল ফোনে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়িকে অবগত করেন। এরপর পুলিশের সঙ্গে ওই বাসায় যান তিনি।
ইউপি সদস্য মুজিবুর রহমান বাড়ির মালিকের বরাত দিয়ে বলেন, নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া গ্রামের আরমান কাজীর বাড়িতে ভাই-বোন পরিচয়ে বাসা ভাড়া নিয়ে প্রায় পাঁচ মাস যাবৎ বসবাস করে আসছেন খ্রিষ্টান ধর্মাবলম্বী পঞ্চাশোর্ধ্ব নারী ও পুরুষ। ওই বাড়ির তৃতীয় তলার উত্তর পাশের তিন কক্ষবিশিষ্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা আলাদা কক্ষে বসবাস করতেন তাঁরা। দিনের বেশির ভাগ সময় বাসার মধ্যেই অবস্থান করতেন তাঁরা।
ইউপি সদস্য আরও বলেন, পরে ফাঁড়ির ইনচার্জ এসআই মধুসূদন পান্ডে বিকেল সাড়ে ৪টায় ইউপি সদস্যর উপস্থিতিতে ওই বাড়ির দরজায় নক করলে দরজা খুলে যায়। ঘরে প্রবেশ করে তাঁরা মেঝের মাঝখানে অগ্নিদগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি গ্যাস সিলিন্ডার থেকে চুলায় থাকা সংযোগ লাইনের পাইপ আগুনে পোড়া ছিল। পাশের কক্ষের নারীর পাসপোর্ট দেখে জানা যায় নিহত ব্যক্তি রাজধানীর তেজগাঁও (ফার্মগেট) এলাকার বাসিন্দা।
মুজিবুর রহমান বলেন, ওই কক্ষের ভেতরে কোনো আসবাবপত্রসহ অন্য কিছু ছিল না। পাশের অন্য দুই কক্ষেও তেমন কোনো আসবাবপত্র চোখে পড়েনি। তবে পাশের কক্ষে থাকা নারী নিহত ব্যক্তিকে চেনেন না বলে পুলিশের কাছে স্বীকার করেন। ওই নারীর অসংলগ্ন কথাবার্তায় কোনো কিছু বোঝা যায়নি। বাড়ির মালিক তাঁদের পরিচয় জানাতে না পারলেও ভাই-বোন পরিচয়ে তাঁরা বাসা বাসা ভাড়া নিয়েছেন বলে জানান। কিন্তু ওই নারী বিষয়টি অস্বীকার করে বলেন, নিহত ব্যক্তিকে তিনি চেনেন না। বরং তিনি জানান, তাঁরা একসঙ্গে নয় একই ফ্ল্যাটের আলাদা কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
এ বিষয়ে ওসি মো. আনিসুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় বাড়ির মালিক আরমান কাজী ও এক নারীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। তবে তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাননি বলে জানান ওসি।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৪ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে