ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন তাঁরা। পরে সন্ধ্যায় মিছিল নিয়ে সচিবালয়ে যান।
অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে রাস্তায় বের হওয়া মানুষেরা দুর্ভোগে পড়েন।
শাহবাগে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে সবগুলো পথ বন্ধ রাখেন। ফলে কাঁটাবন থেকে মৎসভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় অবরোধের ফলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা হন।
জামাল হোসেন, একজন ষাটোর্ধ্ব বয়সের লোক হেঁটে যাচ্ছেন কাঁটাবনের দিকে। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবরোধের ফলে যানজট তৈরি হয়েছে। আমারতো সায়েন্স ল্যাব পৌঁছাতে হবে।’
আব্দুর রহমান নামের একজন যাচ্ছিলেন মতিঝিলের উদ্দেশ্যে। তিনি বলেন, এভাবে দাবি করলেতো হয় না। তাঁদের দাবির ভ্যালিডিটি দেখছি না। তবে আমাদেরতো দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
জাতীয় জাদুঘরের সামনে দুপুরে আয়োজিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শিক্ষক ও গবেষক নুরুজ্জামান হীরা সংহতি প্রকাশ করেন।
মান্না বলেন, ‘লড়াই আমাদের সবার। পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। সরকারি চাকরিতে আবার বয়সসীমা কী? যেকোনো সময় চাকরি পাওয়ার বিষয়ে দেখা দরকার। তবে সরকার স্থিত হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না।’
আন্দোলনকারী রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১২ বছর যাবৎ এ আন্দোলন করে আসছি। আমাদের দাবি সরকার শুনছে না। আমরা এখন (সন্ধ্যা) সচিবালয়ে যাচ্ছি। সেখানে উপদেষ্টাদের কাছে দাবি পৌঁছাব। আমাদের কথা না শুনলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করব।’
যানজট ও দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সাহাব উদ্দিন শাকিল বলেন, ‘দুপুরের দিকে জাদুঘরের সামনে একদল সমাবেশ করে। পরে দেখা যায়, তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। জনদুর্ভোগের বিষয়ে বলেছি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে বিকল্প ব্যবস্থার জন্য কাজ করছে।’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন তাঁরা। পরে সন্ধ্যায় মিছিল নিয়ে সচিবালয়ে যান।
অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে রাস্তায় বের হওয়া মানুষেরা দুর্ভোগে পড়েন।
শাহবাগে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে সবগুলো পথ বন্ধ রাখেন। ফলে কাঁটাবন থেকে মৎসভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় অবরোধের ফলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা হন।
জামাল হোসেন, একজন ষাটোর্ধ্ব বয়সের লোক হেঁটে যাচ্ছেন কাঁটাবনের দিকে। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবরোধের ফলে যানজট তৈরি হয়েছে। আমারতো সায়েন্স ল্যাব পৌঁছাতে হবে।’
আব্দুর রহমান নামের একজন যাচ্ছিলেন মতিঝিলের উদ্দেশ্যে। তিনি বলেন, এভাবে দাবি করলেতো হয় না। তাঁদের দাবির ভ্যালিডিটি দেখছি না। তবে আমাদেরতো দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
জাতীয় জাদুঘরের সামনে দুপুরে আয়োজিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শিক্ষক ও গবেষক নুরুজ্জামান হীরা সংহতি প্রকাশ করেন।
মান্না বলেন, ‘লড়াই আমাদের সবার। পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। সরকারি চাকরিতে আবার বয়সসীমা কী? যেকোনো সময় চাকরি পাওয়ার বিষয়ে দেখা দরকার। তবে সরকার স্থিত হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না।’
আন্দোলনকারী রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১২ বছর যাবৎ এ আন্দোলন করে আসছি। আমাদের দাবি সরকার শুনছে না। আমরা এখন (সন্ধ্যা) সচিবালয়ে যাচ্ছি। সেখানে উপদেষ্টাদের কাছে দাবি পৌঁছাব। আমাদের কথা না শুনলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করব।’
যানজট ও দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সাহাব উদ্দিন শাকিল বলেন, ‘দুপুরের দিকে জাদুঘরের সামনে একদল সমাবেশ করে। পরে দেখা যায়, তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। জনদুর্ভোগের বিষয়ে বলেছি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে বিকল্প ব্যবস্থার জন্য কাজ করছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে