কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার সম্ভাবনা এবং তেমন নির্বাচনের জন্য পরিবেশ ও প্রস্তুতি আছে কি না, তা বোঝার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের একটি প্রাক্-নির্বাচন পর্যবেক্ষণ দল। গতকাল রোববার দলটি ঢাকায় মার্কিন ও ইউরোপীয় কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে অন্তত চারটি বৈঠক করেছে। তবে বৈঠকে কী কথা হয়েছে সে বিষয়ে দলটির সদস্যরা মন্তব্য করেননি।
গত শনিবার বিভিন্ন সময় ঢাকায় আসেন দলটির ছয় সদস্য। যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) দলটিকে পাঠিয়েছে। দলে আছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিভাগের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল ইন্ডারফার্থ, ইউএসএআইডি-এর সাবেক উপ-প্রশাসক বনি গ্লিক, মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন প্রেসিডেন্টের সাবেক আইনি পরামর্শক জামিল জাফির, এনডিআই-এর দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক মানপ্রিত সিং আনন্দ ও আইআরআই-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ঊর্ধ্বতন পরিচালক ইয়োহানা কাও।
গতকাল এনডিআই ও আইআরআই-এর যৌথ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক বিবৃতিতে বনি গ্লিক বলেছেন, এই প্রাক্-নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে যুক্তরাষ্ট্রের আগ্রহের বহিঃপ্রকাশ। কার্ল ইন্ডারফার্থ বলেন, বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য যে প্রস্তুতি চলছে, তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা জোগাতে দলটি এখানে গুরুত্বপূর্ণ সব পক্ষের সঙ্গে কথা বলবে।
গতকাল মার্কিন দলটির সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, তাঁরা জানতে চেয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার কী কী কাজ করেছে? কীভাবে এমন নির্বাচন অনুষ্ঠান সম্ভব হতে পারে? পর্যবেক্ষক দলকে তিনি জানিয়েছেন, সরকার সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তাঁদের বলা হয়েছে, সরকার জনগণের ভোট দেওয়াকেই গুরুত্ব দিচ্ছে। নির্বাচনের প্রচারে সবার জন্য সমান সুযোগ ও ভোট চুরির বিষয়ে সরকার যে সতর্ক, তা বলা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিধি দলকে বলা হয়েছে সরকার চাইলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সব দল-মত স্বতঃস্ফূর্ত যোগ দিলেই কেবল এমন নির্বাচন সম্ভব হতে পারে। সরকার কাউকে ভোটে অংশ নিতে জোর করে না বলে তিনি দলটিকে জানিয়েছেন। নির্বাচনকালীন সরকার প্রসঙ্গ আলোচনায় আসেনি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার খবর প্রকাশ করে গণমাধ্যম দেশের জন্য বিপদ ডেকে আনছে।
মার্কিন দলটির আজ সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন কমিশনসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর প্রতিনিধি দলটির বিবৃতি দেওয়ার কথা রয়েছে। দলটি আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়েও সুপারিশ করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার সম্ভাবনা এবং তেমন নির্বাচনের জন্য পরিবেশ ও প্রস্তুতি আছে কি না, তা বোঝার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের একটি প্রাক্-নির্বাচন পর্যবেক্ষণ দল। গতকাল রোববার দলটি ঢাকায় মার্কিন ও ইউরোপীয় কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে অন্তত চারটি বৈঠক করেছে। তবে বৈঠকে কী কথা হয়েছে সে বিষয়ে দলটির সদস্যরা মন্তব্য করেননি।
গত শনিবার বিভিন্ন সময় ঢাকায় আসেন দলটির ছয় সদস্য। যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) দলটিকে পাঠিয়েছে। দলে আছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিভাগের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল ইন্ডারফার্থ, ইউএসএআইডি-এর সাবেক উপ-প্রশাসক বনি গ্লিক, মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন প্রেসিডেন্টের সাবেক আইনি পরামর্শক জামিল জাফির, এনডিআই-এর দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক মানপ্রিত সিং আনন্দ ও আইআরআই-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ঊর্ধ্বতন পরিচালক ইয়োহানা কাও।
গতকাল এনডিআই ও আইআরআই-এর যৌথ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক বিবৃতিতে বনি গ্লিক বলেছেন, এই প্রাক্-নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে যুক্তরাষ্ট্রের আগ্রহের বহিঃপ্রকাশ। কার্ল ইন্ডারফার্থ বলেন, বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য যে প্রস্তুতি চলছে, তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা জোগাতে দলটি এখানে গুরুত্বপূর্ণ সব পক্ষের সঙ্গে কথা বলবে।
গতকাল মার্কিন দলটির সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, তাঁরা জানতে চেয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার কী কী কাজ করেছে? কীভাবে এমন নির্বাচন অনুষ্ঠান সম্ভব হতে পারে? পর্যবেক্ষক দলকে তিনি জানিয়েছেন, সরকার সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তাঁদের বলা হয়েছে, সরকার জনগণের ভোট দেওয়াকেই গুরুত্ব দিচ্ছে। নির্বাচনের প্রচারে সবার জন্য সমান সুযোগ ও ভোট চুরির বিষয়ে সরকার যে সতর্ক, তা বলা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিধি দলকে বলা হয়েছে সরকার চাইলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সব দল-মত স্বতঃস্ফূর্ত যোগ দিলেই কেবল এমন নির্বাচন সম্ভব হতে পারে। সরকার কাউকে ভোটে অংশ নিতে জোর করে না বলে তিনি দলটিকে জানিয়েছেন। নির্বাচনকালীন সরকার প্রসঙ্গ আলোচনায় আসেনি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার খবর প্রকাশ করে গণমাধ্যম দেশের জন্য বিপদ ডেকে আনছে।
মার্কিন দলটির আজ সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন কমিশনসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর প্রতিনিধি দলটির বিবৃতি দেওয়ার কথা রয়েছে। দলটি আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়েও সুপারিশ করবে।

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
২২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
২৬ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
৩৩ মিনিট আগে