Ajker Patrika

বিমানবন্দরে ৫৪ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ এক যাত্রী গ্রেপ্তার

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 
বিমানবন্দরে ৫৪ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ এক যাত্রী গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ মামুন ব্যাপারী (২৯) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে বিমানবন্দরের দ্বিতীয় তলার ব্যাগেজ স্ক্যানিং এলাকা থেকে ওই যাত্রীকে ওই যাত্রীকে আটক করা হয়। 

ওই যাত্রী টার্কিস এয়ারলাইনসের ৭১৩ ফ্লাইটে ভোর ৩টা ৪০ মিনিটে ইস্তাম্বুল যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিল। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ইস্তাম্বুলগামী মামুন ব্যাপারীর ট্রলি ব্যাগে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫২৪টি ৫০০ রিয়েলের মুদ্রায় মোট ২ লাখ ৬২ হাজার রিয়েল পাওয়া পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ৫৩ লাখ ৭১ হাজার টাকার সমান।' 

তানভীর আহমেদ জানান, ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি বৈদেশিক মুদ্রার কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া পাঁচ হাজার মার্কিন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশের বাইরে নেওয়া যাবে না। 

এই ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিভাগীয় মামলা এবং বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে। সোপর্দ করা হয়েছে বিমানবন্দর থানায়। জব্দকৃত বৈদেশিক মুদ্রা কাস্টমস হাউসের গুদামে জমা রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত