সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে গরু চোর সন্দেহে দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত করে থানায় মামলা করা হয়েছে। এর আগে ওই দুই নারীর চুল কেটে দেওয়া হয়। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে চোর সন্দেহে ওই দুই নারীকে পিটিয়ে আহত করা ও চুল কেটে দেওয়ার অভিযোগে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জন গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
আজ রোববার সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস। তবে নাম প্রকাশ করলে পালিয়ে যেতে পারে এই আশঙ্কায় প্রধান আসামির নাম বলতে চায়নি পুলিশ।
গ্রেপ্তার দুই নারীর নাম নাজমা বেগম ও পারভিন বেগম। তাঁরা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা। বর্তমানে রাজধানীর মিরপুর শাহ আলী মাজারের পাশে বস্তিতে অস্থায়ীভাবে বসবাস করেন।
পুলিশ বলছে, গতকাল দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় প্রকাশ্যে হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির গরু চুরি করার চেষ্টা করছিলেন দুই নারী ও দুই পুরুষ। এলাকাবাসী টের পেয়ে চারজনকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে এবং দুই নারীর চুল কেটে দেয়। পরে এলাকাবাসী আহত চারজনকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সময় পুরুষ দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু দুই নারী পালাতে পারেননি। রাত সোয়া ১২টায় হাবিবুল্লাহ দুই নারীসহ চারজনকে আসামি করে সাভার মডেল থানায় গরু চুরির চেষ্টার মামলা করেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েদ বিন জসিম বলেন, ‘শনিবার দুই নারীসহ চুরির সঙ্গে জড়িত চারজন এসেছিল। একজনের পায়ে একটু সমস্যা হয়েছে। বাকি সবার অবস্থা ভালো ছিল। আমরা শুধু চিকিৎসার বিষয়টি দেখেছি। বাকি বিষয় পুলিশ দেখবে।’
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘চুরির চেষ্টার মামলায় গ্রেপ্তার দুই নারীকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চোর সন্দেহে দুই নারীকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগে ৩২৩ ও ৩২৬ ধারায়, দত্তপাড়া এলাকার এক ব্যক্তির নামসহ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। সেসব আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সাভারে গরু চোর সন্দেহে দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত করে থানায় মামলা করা হয়েছে। এর আগে ওই দুই নারীর চুল কেটে দেওয়া হয়। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে চোর সন্দেহে ওই দুই নারীকে পিটিয়ে আহত করা ও চুল কেটে দেওয়ার অভিযোগে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জন গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
আজ রোববার সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস। তবে নাম প্রকাশ করলে পালিয়ে যেতে পারে এই আশঙ্কায় প্রধান আসামির নাম বলতে চায়নি পুলিশ।
গ্রেপ্তার দুই নারীর নাম নাজমা বেগম ও পারভিন বেগম। তাঁরা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা। বর্তমানে রাজধানীর মিরপুর শাহ আলী মাজারের পাশে বস্তিতে অস্থায়ীভাবে বসবাস করেন।
পুলিশ বলছে, গতকাল দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় প্রকাশ্যে হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির গরু চুরি করার চেষ্টা করছিলেন দুই নারী ও দুই পুরুষ। এলাকাবাসী টের পেয়ে চারজনকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে এবং দুই নারীর চুল কেটে দেয়। পরে এলাকাবাসী আহত চারজনকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সময় পুরুষ দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু দুই নারী পালাতে পারেননি। রাত সোয়া ১২টায় হাবিবুল্লাহ দুই নারীসহ চারজনকে আসামি করে সাভার মডেল থানায় গরু চুরির চেষ্টার মামলা করেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েদ বিন জসিম বলেন, ‘শনিবার দুই নারীসহ চুরির সঙ্গে জড়িত চারজন এসেছিল। একজনের পায়ে একটু সমস্যা হয়েছে। বাকি সবার অবস্থা ভালো ছিল। আমরা শুধু চিকিৎসার বিষয়টি দেখেছি। বাকি বিষয় পুলিশ দেখবে।’
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘চুরির চেষ্টার মামলায় গ্রেপ্তার দুই নারীকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চোর সন্দেহে দুই নারীকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগে ৩২৩ ও ৩২৬ ধারায়, দত্তপাড়া এলাকার এক ব্যক্তির নামসহ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। সেসব আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে