শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে প্রভাতি বনশ্রী পরিবহনের চালক ও শ্রমিকদের ওপর হামলা, চাঁদাবাজি ও মারধরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা। সোমবার সকাল ৭টা থেকে উপজেলার জৈনাবাজার বাসস্ট্যান্ড এলাকায় অন্তত অর্ধশতাধিক প্রভাতি পরিবহনের বাস রাস্তায় আড়াআড়ি করে দাঁড় করিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে রোববার (রাত) মধ্যরাতে চালানো ওই হামলায় বাস ভাঙচুর, চালক ও সহকারীদের মারধর এবং এক সহকারীকে অপহরণের অভিযোগ উঠেছে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন চালক মো. সুজন মিয়া (৩০), মানিক মিয়া (৩০), সহকারী মনির হোসেন (২৩), আল আমিন (২২), সাব্বির (২২), নজরুল ইসলাম (৩৩), শাহীন (২১), ফরিদ হোসেন (২৩), রুবেল (২৩), রেজাউল (৩০), রনি (৩০) ও সোহেল (৫০)।
প্রভাতি পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় মেম্বারের ছেলে ফাহিমের নেতৃত্বে ১০-১৫টি মোটরসাইকেলে করে একদল লোক এসে আমাদের ওপর হঠাৎ হামলা চালায়। তারা বাস ভাঙচুর ও মারধর করে। তখন আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। ঘুমের মধ্যেই তারা আমাদের পিটিয়ে আহত করে। প্রতিটি গাড়ি থেকে এক হাজার টাকা করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার সহকারী আরিফুল ইসলামকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়।’
চালক বাবুল মিয়া বলেন, ‘ওরা নিয়মিত চাঁদা তোলে। এবার হঠাৎ চাঁদার পরিমাণ বাড়িয়ে দেয়। রাতে এসে হামলা চালিয়ে মারধর করে। তারা মাদক সেবন করে হামলা চালিয়েছে। আমরা গরিব মানুষ, পেটের দায়ে গাড়ি চালাই। হঠাৎ এসে আমাদের মারধর করে যায়।’
বাসচালকের সহকারী নজরুল ইসলাম বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ মোটরসাইকেলের হর্নে ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই ওরা মারধর শুরু করে। আমাদের হুমকি দেয়, চাঁদা না দিলে বাসের ভেতরেই আগুন দিয়ে পুড়িয়ে দেবে। আমরা ভয়ে বাস থেকে নেমে যাই। একজন সহকারীকে তুলে নিয়ে যায়, এখনো তার খোঁজ মেলেনি।’

স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন, ‘ফাহিমের নেতৃত্বে হামলার ঘটনা আগেও ঘটেছে। চালক ও শ্রমিকেরা অসহায়, প্রতিবাদ করতে পারে না। তারা প্রায়ই মারধরের শিকার হয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চাঁদা দাবির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধী যে-ই হোক, ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা হবে। মহাসড়ক সচল রাখতে শ্রমিকদের সরানোর চেষ্টা চলছে।’

গাজীপুরের শ্রীপুরে প্রভাতি বনশ্রী পরিবহনের চালক ও শ্রমিকদের ওপর হামলা, চাঁদাবাজি ও মারধরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা। সোমবার সকাল ৭টা থেকে উপজেলার জৈনাবাজার বাসস্ট্যান্ড এলাকায় অন্তত অর্ধশতাধিক প্রভাতি পরিবহনের বাস রাস্তায় আড়াআড়ি করে দাঁড় করিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে রোববার (রাত) মধ্যরাতে চালানো ওই হামলায় বাস ভাঙচুর, চালক ও সহকারীদের মারধর এবং এক সহকারীকে অপহরণের অভিযোগ উঠেছে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন চালক মো. সুজন মিয়া (৩০), মানিক মিয়া (৩০), সহকারী মনির হোসেন (২৩), আল আমিন (২২), সাব্বির (২২), নজরুল ইসলাম (৩৩), শাহীন (২১), ফরিদ হোসেন (২৩), রুবেল (২৩), রেজাউল (৩০), রনি (৩০) ও সোহেল (৫০)।
প্রভাতি পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় মেম্বারের ছেলে ফাহিমের নেতৃত্বে ১০-১৫টি মোটরসাইকেলে করে একদল লোক এসে আমাদের ওপর হঠাৎ হামলা চালায়। তারা বাস ভাঙচুর ও মারধর করে। তখন আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। ঘুমের মধ্যেই তারা আমাদের পিটিয়ে আহত করে। প্রতিটি গাড়ি থেকে এক হাজার টাকা করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার সহকারী আরিফুল ইসলামকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়।’
চালক বাবুল মিয়া বলেন, ‘ওরা নিয়মিত চাঁদা তোলে। এবার হঠাৎ চাঁদার পরিমাণ বাড়িয়ে দেয়। রাতে এসে হামলা চালিয়ে মারধর করে। তারা মাদক সেবন করে হামলা চালিয়েছে। আমরা গরিব মানুষ, পেটের দায়ে গাড়ি চালাই। হঠাৎ এসে আমাদের মারধর করে যায়।’
বাসচালকের সহকারী নজরুল ইসলাম বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ মোটরসাইকেলের হর্নে ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই ওরা মারধর শুরু করে। আমাদের হুমকি দেয়, চাঁদা না দিলে বাসের ভেতরেই আগুন দিয়ে পুড়িয়ে দেবে। আমরা ভয়ে বাস থেকে নেমে যাই। একজন সহকারীকে তুলে নিয়ে যায়, এখনো তার খোঁজ মেলেনি।’

স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন, ‘ফাহিমের নেতৃত্বে হামলার ঘটনা আগেও ঘটেছে। চালক ও শ্রমিকেরা অসহায়, প্রতিবাদ করতে পারে না। তারা প্রায়ই মারধরের শিকার হয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চাঁদা দাবির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধী যে-ই হোক, ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা হবে। মহাসড়ক সচল রাখতে শ্রমিকদের সরানোর চেষ্টা চলছে।’

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
১২ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১৮ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
২৩ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে