নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আট-দশ বছর বয়স থেকে রড চুরির মাধ্যমে এই পেশা শুরু জব্বার মোল্লার। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর। দীর্ঘ ২২ বছর রাজধানী বিভিন্ন এলাকায় লোহা, ছোটখাটো জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। চুরির মালামাল বিক্রি করতে গিয়ে পরিচয় হয় আরও কয়েকজন চোরের সঙ্গে। তাদের সঙ্গে মিলে পরবর্তী সময়ে গড়ে তোলেন এক বিশাল চোর চক্র। চক্রটি চুরিতে নিয়ে আসে এক নতুন ধারা। যারা শুধু দারোয়ানহীন ও সিসি ক্যামেরাহীন বাড়িতে দরজা ভেঙে চুরি করেন। সন্দেহ এড়াতে পরিধান করেন পায়জামা, পাঞ্জাবি ও টুপি। তাদের মূল টার্গেট সোনা-রুপার গয়না, নগদ টাকা ও ডলার। দরজা ভেঙে চুরির লাইনেও তাঁরা কাটিয়েছেন প্রায় ২৫ বছর। জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও কখনো গ্রেপ্তার হননি তিনি।
খিলক্ষেত এলাকায় এক চিকিৎসক দম্পতির বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গতকাল শনিবার ঢাকা থেকে জব্বার মোল্লাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এই চোর চক্রের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ, ৮২ ভরি রুপা ও নগদ প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার চক্রের অন্য সদস্যরা হলেন জামাল শিকদার, আবুল, আজিম উদ্দিন। এ ছাড়া চোরাই স্বর্ণ কেনার অপরাধে টঙ্গী এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আনোয়ার হোসেন ও তাঁতীবাজার এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। উত্তম নামে আর এক জুয়েলারি ব্যবসায়ীকে খুঁজছে ডিবি।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জব্বার প্রায় ২০০ বাড়িতে চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এই দীর্ঘ সময় বাসাবাড়ি থেকে চুরি করা প্রায় ৫০০ ভরি স্বর্ণ তিনি তাঁতীবাজার এলাকায় বিক্রি করেছেন। আরও প্রায় ২০০ ভরি স্বর্ণ ও রুপা টঙ্গী বাজার এলাকার বিভিন্ন জুয়েলারি দোকানে বিক্রি করেছেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, টার্গেট করা বাসায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার চুরি করেন তাঁরা। বাসায় অন্য কিছু থাকলেও সেগুলো চুরি করেন না এই চক্রের সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, জব্বার মোল্লা চারটি বিয়ে করেছেন। চুরির টাকা দিয়ে তাদের সুন্দরভাবে ভরণপোষণ করেন। চুরির টাকা দিয়ে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় জমিও কিনেছেন তিনি।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আট-দশ বছর বয়স থেকে রড চুরির মাধ্যমে এই পেশা শুরু জব্বার মোল্লার। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর। দীর্ঘ ২২ বছর রাজধানী বিভিন্ন এলাকায় লোহা, ছোটখাটো জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। চুরির মালামাল বিক্রি করতে গিয়ে পরিচয় হয় আরও কয়েকজন চোরের সঙ্গে। তাদের সঙ্গে মিলে পরবর্তী সময়ে গড়ে তোলেন এক বিশাল চোর চক্র। চক্রটি চুরিতে নিয়ে আসে এক নতুন ধারা। যারা শুধু দারোয়ানহীন ও সিসি ক্যামেরাহীন বাড়িতে দরজা ভেঙে চুরি করেন। সন্দেহ এড়াতে পরিধান করেন পায়জামা, পাঞ্জাবি ও টুপি। তাদের মূল টার্গেট সোনা-রুপার গয়না, নগদ টাকা ও ডলার। দরজা ভেঙে চুরির লাইনেও তাঁরা কাটিয়েছেন প্রায় ২৫ বছর। জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও কখনো গ্রেপ্তার হননি তিনি।
খিলক্ষেত এলাকায় এক চিকিৎসক দম্পতির বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গতকাল শনিবার ঢাকা থেকে জব্বার মোল্লাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এই চোর চক্রের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ, ৮২ ভরি রুপা ও নগদ প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার চক্রের অন্য সদস্যরা হলেন জামাল শিকদার, আবুল, আজিম উদ্দিন। এ ছাড়া চোরাই স্বর্ণ কেনার অপরাধে টঙ্গী এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আনোয়ার হোসেন ও তাঁতীবাজার এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। উত্তম নামে আর এক জুয়েলারি ব্যবসায়ীকে খুঁজছে ডিবি।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জব্বার প্রায় ২০০ বাড়িতে চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এই দীর্ঘ সময় বাসাবাড়ি থেকে চুরি করা প্রায় ৫০০ ভরি স্বর্ণ তিনি তাঁতীবাজার এলাকায় বিক্রি করেছেন। আরও প্রায় ২০০ ভরি স্বর্ণ ও রুপা টঙ্গী বাজার এলাকার বিভিন্ন জুয়েলারি দোকানে বিক্রি করেছেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, টার্গেট করা বাসায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার চুরি করেন তাঁরা। বাসায় অন্য কিছু থাকলেও সেগুলো চুরি করেন না এই চক্রের সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, জব্বার মোল্লা চারটি বিয়ে করেছেন। চুরির টাকা দিয়ে তাদের সুন্দরভাবে ভরণপোষণ করেন। চুরির টাকা দিয়ে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় জমিও কিনেছেন তিনি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে