নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আট-দশ বছর বয়স থেকে রড চুরির মাধ্যমে এই পেশা শুরু জব্বার মোল্লার। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর। দীর্ঘ ২২ বছর রাজধানী বিভিন্ন এলাকায় লোহা, ছোটখাটো জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। চুরির মালামাল বিক্রি করতে গিয়ে পরিচয় হয় আরও কয়েকজন চোরের সঙ্গে। তাদের সঙ্গে মিলে পরবর্তী সময়ে গড়ে তোলেন এক বিশাল চোর চক্র। চক্রটি চুরিতে নিয়ে আসে এক নতুন ধারা। যারা শুধু দারোয়ানহীন ও সিসি ক্যামেরাহীন বাড়িতে দরজা ভেঙে চুরি করেন। সন্দেহ এড়াতে পরিধান করেন পায়জামা, পাঞ্জাবি ও টুপি। তাদের মূল টার্গেট সোনা-রুপার গয়না, নগদ টাকা ও ডলার। দরজা ভেঙে চুরির লাইনেও তাঁরা কাটিয়েছেন প্রায় ২৫ বছর। জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও কখনো গ্রেপ্তার হননি তিনি।
খিলক্ষেত এলাকায় এক চিকিৎসক দম্পতির বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গতকাল শনিবার ঢাকা থেকে জব্বার মোল্লাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এই চোর চক্রের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ, ৮২ ভরি রুপা ও নগদ প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার চক্রের অন্য সদস্যরা হলেন জামাল শিকদার, আবুল, আজিম উদ্দিন। এ ছাড়া চোরাই স্বর্ণ কেনার অপরাধে টঙ্গী এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আনোয়ার হোসেন ও তাঁতীবাজার এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। উত্তম নামে আর এক জুয়েলারি ব্যবসায়ীকে খুঁজছে ডিবি।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জব্বার প্রায় ২০০ বাড়িতে চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এই দীর্ঘ সময় বাসাবাড়ি থেকে চুরি করা প্রায় ৫০০ ভরি স্বর্ণ তিনি তাঁতীবাজার এলাকায় বিক্রি করেছেন। আরও প্রায় ২০০ ভরি স্বর্ণ ও রুপা টঙ্গী বাজার এলাকার বিভিন্ন জুয়েলারি দোকানে বিক্রি করেছেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, টার্গেট করা বাসায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার চুরি করেন তাঁরা। বাসায় অন্য কিছু থাকলেও সেগুলো চুরি করেন না এই চক্রের সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, জব্বার মোল্লা চারটি বিয়ে করেছেন। চুরির টাকা দিয়ে তাদের সুন্দরভাবে ভরণপোষণ করেন। চুরির টাকা দিয়ে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় জমিও কিনেছেন তিনি।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আট-দশ বছর বয়স থেকে রড চুরির মাধ্যমে এই পেশা শুরু জব্বার মোল্লার। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর। দীর্ঘ ২২ বছর রাজধানী বিভিন্ন এলাকায় লোহা, ছোটখাটো জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। চুরির মালামাল বিক্রি করতে গিয়ে পরিচয় হয় আরও কয়েকজন চোরের সঙ্গে। তাদের সঙ্গে মিলে পরবর্তী সময়ে গড়ে তোলেন এক বিশাল চোর চক্র। চক্রটি চুরিতে নিয়ে আসে এক নতুন ধারা। যারা শুধু দারোয়ানহীন ও সিসি ক্যামেরাহীন বাড়িতে দরজা ভেঙে চুরি করেন। সন্দেহ এড়াতে পরিধান করেন পায়জামা, পাঞ্জাবি ও টুপি। তাদের মূল টার্গেট সোনা-রুপার গয়না, নগদ টাকা ও ডলার। দরজা ভেঙে চুরির লাইনেও তাঁরা কাটিয়েছেন প্রায় ২৫ বছর। জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও কখনো গ্রেপ্তার হননি তিনি।
খিলক্ষেত এলাকায় এক চিকিৎসক দম্পতির বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গতকাল শনিবার ঢাকা থেকে জব্বার মোল্লাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এই চোর চক্রের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ, ৮২ ভরি রুপা ও নগদ প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার চক্রের অন্য সদস্যরা হলেন জামাল শিকদার, আবুল, আজিম উদ্দিন। এ ছাড়া চোরাই স্বর্ণ কেনার অপরাধে টঙ্গী এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আনোয়ার হোসেন ও তাঁতীবাজার এলাকার জুয়েলারি দোকানের মালিক মো. আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। উত্তম নামে আর এক জুয়েলারি ব্যবসায়ীকে খুঁজছে ডিবি।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জব্বার প্রায় ২০০ বাড়িতে চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এই দীর্ঘ সময় বাসাবাড়ি থেকে চুরি করা প্রায় ৫০০ ভরি স্বর্ণ তিনি তাঁতীবাজার এলাকায় বিক্রি করেছেন। আরও প্রায় ২০০ ভরি স্বর্ণ ও রুপা টঙ্গী বাজার এলাকার বিভিন্ন জুয়েলারি দোকানে বিক্রি করেছেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, টার্গেট করা বাসায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার চুরি করেন তাঁরা। বাসায় অন্য কিছু থাকলেও সেগুলো চুরি করেন না এই চক্রের সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, জব্বার মোল্লা চারটি বিয়ে করেছেন। চুরির টাকা দিয়ে তাদের সুন্দরভাবে ভরণপোষণ করেন। চুরির টাকা দিয়ে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় জমিও কিনেছেন তিনি।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৮ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে