নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য অধিকার আইনের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো জবাব মেলে না। কিছু কিছু আবেদনের উত্তরে সরবরাহ করা হয় অসম্পূর্ণ তথ্য। ভোগান্তিতে পড়তে হয় আবেদনকারীকে।
আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (আরআইবি) আয়োজিত এক সভায় এ সব কথা বলেন বক্তারা।
সভায় জানানো হয়, গত বছর ডিসেম্বর থেকে এ বছর এপ্রিল পর্যন্ত ইউনেসকোর (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শাখা) নীতিমালা অনুযায়ী, সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ১ হাজার ৮১৮টি আবেদন করা হয়। যার মধ্যে মাত্র ২০২ টির জবাব পাওয়া গেছে ৷
আরআইবির প্রোগ্রাম ব্যবস্থাপক রুহি নাজ মূল বক্তব্য তুলে ধরে জানান, সাতটি মন্ত্রণালয় এবং এদের জেলা উপজেলা পর্যায়ের কার্যালয়ে ৩৪টি কাঠামোবদ্ধ প্রশ্নসহ পাঁচ সেট করে আবেদন পাঠানো হয়েছিল। দেশের ৬৪ জেলার ৬৪টি উপজেলায় এ সব আবেদন পাঠানো হয় ৷ বেশির ভাগেরই কোনো উত্তর আসেনি ৷
যেসব মন্ত্রণালয় ও অধীনস্থ কার্যালয়ে এসব আবেদন পাঠানো হয়েছিল, সেগুলো হলো অর্থ মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সভায় প্রধান অতিথি সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, দেশে প্রচলিত প্রায় সাড়ে এগারশো আইনের মধ্যে তথ্য অধিকার আইন একটি ভিন্ন ধরনের আইন ৷ কারণ প্রায় সব আইনই জনগণের ওপর প্রয়োগ করা হয়। শুধুমাত্র এই আইনটি জনগণ প্রশাসনের ওপর প্রয়োগ করতে পারে। তথ্য অধিকার আইনের প্রয়োগ প্রশাসনের দুর্নীতি কমাতে পারে। আমার সংশয় আছে, যদি এই আইনটি সংশোধন, সংযোজন বা পরিমার্জনের বিষয়ে তোলা হয়, তাহলে এই আইনের স্পিরিটটাই (মর্ম) বদলে দেওয়া হতে পারে। কারণ অনেকেই আইনটিকে ভয় পায়। দেশে তথ্য অধিকার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা জনগণের দায়িত্ব। এটাই একমাত্র আইন যেটা জনগণের হাতের মুঠোয় আছে ৷ এই আইনটা সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব৷
আরআইবির চেয়ার পারসন শামসুল বারি বলেন, তথ্য অধিকার আইন একটি শক্তিশালী আইন। এই আইন নাগরিককে অধিকারের পাশাপাশি দায়িত্ব দিয়েছে। সেটার সঠিক প্রয়োগ জরুরি ৷
বক্তারা তথ্য অধিকার আইন বিশদভাবে পাঠ্যক্রমে সম্পৃক্ত করার সুপারিশ করেন। যেসব তথ্য প্রকাশের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও গোপনীয়তার অজুহাত দেখানো হয়, সেটা কতটুকু যৌক্তিক সেটা খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

তথ্য অধিকার আইনের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো জবাব মেলে না। কিছু কিছু আবেদনের উত্তরে সরবরাহ করা হয় অসম্পূর্ণ তথ্য। ভোগান্তিতে পড়তে হয় আবেদনকারীকে।
আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (আরআইবি) আয়োজিত এক সভায় এ সব কথা বলেন বক্তারা।
সভায় জানানো হয়, গত বছর ডিসেম্বর থেকে এ বছর এপ্রিল পর্যন্ত ইউনেসকোর (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শাখা) নীতিমালা অনুযায়ী, সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ১ হাজার ৮১৮টি আবেদন করা হয়। যার মধ্যে মাত্র ২০২ টির জবাব পাওয়া গেছে ৷
আরআইবির প্রোগ্রাম ব্যবস্থাপক রুহি নাজ মূল বক্তব্য তুলে ধরে জানান, সাতটি মন্ত্রণালয় এবং এদের জেলা উপজেলা পর্যায়ের কার্যালয়ে ৩৪টি কাঠামোবদ্ধ প্রশ্নসহ পাঁচ সেট করে আবেদন পাঠানো হয়েছিল। দেশের ৬৪ জেলার ৬৪টি উপজেলায় এ সব আবেদন পাঠানো হয় ৷ বেশির ভাগেরই কোনো উত্তর আসেনি ৷
যেসব মন্ত্রণালয় ও অধীনস্থ কার্যালয়ে এসব আবেদন পাঠানো হয়েছিল, সেগুলো হলো অর্থ মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সভায় প্রধান অতিথি সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, দেশে প্রচলিত প্রায় সাড়ে এগারশো আইনের মধ্যে তথ্য অধিকার আইন একটি ভিন্ন ধরনের আইন ৷ কারণ প্রায় সব আইনই জনগণের ওপর প্রয়োগ করা হয়। শুধুমাত্র এই আইনটি জনগণ প্রশাসনের ওপর প্রয়োগ করতে পারে। তথ্য অধিকার আইনের প্রয়োগ প্রশাসনের দুর্নীতি কমাতে পারে। আমার সংশয় আছে, যদি এই আইনটি সংশোধন, সংযোজন বা পরিমার্জনের বিষয়ে তোলা হয়, তাহলে এই আইনের স্পিরিটটাই (মর্ম) বদলে দেওয়া হতে পারে। কারণ অনেকেই আইনটিকে ভয় পায়। দেশে তথ্য অধিকার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা জনগণের দায়িত্ব। এটাই একমাত্র আইন যেটা জনগণের হাতের মুঠোয় আছে ৷ এই আইনটা সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব৷
আরআইবির চেয়ার পারসন শামসুল বারি বলেন, তথ্য অধিকার আইন একটি শক্তিশালী আইন। এই আইন নাগরিককে অধিকারের পাশাপাশি দায়িত্ব দিয়েছে। সেটার সঠিক প্রয়োগ জরুরি ৷
বক্তারা তথ্য অধিকার আইন বিশদভাবে পাঠ্যক্রমে সম্পৃক্ত করার সুপারিশ করেন। যেসব তথ্য প্রকাশের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও গোপনীয়তার অজুহাত দেখানো হয়, সেটা কতটুকু যৌক্তিক সেটা খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে