নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনা থানার বড় মগবাজার ওয়্যারলেস মোড় এলাকার সেন্ট মেরি’স ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৬। বিস্ফোরক আইনে দায়ের করা এই মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।
ওসি বলেন, ‘মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। আমরা কাজ করে যাচ্ছি।’
ঘটনার বিবরণ দিয়ে মামলার বাদী উল্লেখ করেন, অজ্ঞাতনামা আসামিরা একে অপরের সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের জীবন অথবা সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরকজাতীয় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
মামলায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ড্রামের অংশ, ভাঙা গ্লাস ও ফাস্ট ফার্মা লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও মনিটর জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরে গেছেন। তবে বিস্ফোরণে গুরুতর আহত ভাঙারি দোকানের কর্মচারী আতিকুল ইসলাম শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, তাঁর বাসা সবুজবাগের বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন। অফিসের উদ্দেশে সকালে বাসা থেকে বের হয়ে মগবাজার ওয়্যারলেস গেটে যান। ওয়ারলেস গেটে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরে তাঁর শরীর থেকে রক্ত ঝরতে দেখেন।
আহত শাহীন জানান, তাঁরা ওয়্যারলেস মোড়ে ডিপিডিসির শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরেও ক্ষত হয়েছে।

রাজধানীর রমনা থানার বড় মগবাজার ওয়্যারলেস মোড় এলাকার সেন্ট মেরি’স ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৬। বিস্ফোরক আইনে দায়ের করা এই মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।
ওসি বলেন, ‘মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। আমরা কাজ করে যাচ্ছি।’
ঘটনার বিবরণ দিয়ে মামলার বাদী উল্লেখ করেন, অজ্ঞাতনামা আসামিরা একে অপরের সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের জীবন অথবা সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরকজাতীয় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
মামলায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ড্রামের অংশ, ভাঙা গ্লাস ও ফাস্ট ফার্মা লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও মনিটর জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরে গেছেন। তবে বিস্ফোরণে গুরুতর আহত ভাঙারি দোকানের কর্মচারী আতিকুল ইসলাম শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, তাঁর বাসা সবুজবাগের বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন। অফিসের উদ্দেশে সকালে বাসা থেকে বের হয়ে মগবাজার ওয়্যারলেস গেটে যান। ওয়ারলেস গেটে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরে তাঁর শরীর থেকে রক্ত ঝরতে দেখেন।
আহত শাহীন জানান, তাঁরা ওয়্যারলেস মোড়ে ডিপিডিসির শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরেও ক্ষত হয়েছে।

ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১১ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
১৪ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে