নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিত্যক্ত ডাবের খোসা সংগ্রহ করে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, চলমান মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে যারা ডাবের খোসা, টায়ার, রঙের কোটাসহ পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে দেবে তাদের পুরস্কৃত করা হবে। আজ শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।
ডিএনসিসির মেয়রের ঘোষণা অনুযায়ী, পুরস্কার দেওয়ার জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হবে বাজেট। পরিত্যক্ত জিনিস সংগ্রহকারীরা পাবেন নগদ অর্থ পুরস্কার। প্রতি ডাবের খোসার জন্য মিলবে পাঁচ টাকা, ভাঙা কমোটে ৫০ টাকা, টায়ারে ৫০ টাকা, রঙের ডিব্বা ১০ টাকা ও চিপসের প্যাকেটে ৫ টাকা করে। মেয়র আতিকের আহ্বান, ডাব বিক্রেতারা যেন ডাব বিক্রির পর খোসাকে ছয় টুকরো করে, তাতে ডাবে আর পানি জমবে না।
সংবাদ সম্মেলনের আগে মেয়র নিজের অফিসের ফুলের টবের জমে থাকা পানি পরিষ্কার করেন। আতিকুল ইসলাম বলেন, ‘প্রতি শনিবার দশটায় দশ মিনিটের জন্য নিজের আঙিনা পরিষ্কার করি। এটি নিজের বাড়িও হতে পারে, অফিসও হতে পারে। আমি গত শনিবার বাড়ি পরিষ্কার করেছি। আজকে নিজের অফিস পরিষ্কার করেছি। কারণ জমে থাকা পানিতে মশার লার্ভা থাকতে পারে। ফুলের টবে দেখতে হবে কোনো লার্ভা আছে কিনা।’
ডিএনসিসির মেয়র বলেন, ডিএনসিসির ৬০ থেকে ৬৫টি ভাগ বাসায় মশার লার্ভা রয়েছে। আমরা মশক নিধনে প্রত্যেক ওয়ার্ডকে দশ অঞ্চলে ভাগ করেছি। ৭২০ জন স্বেচ্ছাসেবক যুক্ত করেছি। ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

পরিত্যক্ত ডাবের খোসা সংগ্রহ করে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, চলমান মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে যারা ডাবের খোসা, টায়ার, রঙের কোটাসহ পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে দেবে তাদের পুরস্কৃত করা হবে। আজ শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।
ডিএনসিসির মেয়রের ঘোষণা অনুযায়ী, পুরস্কার দেওয়ার জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হবে বাজেট। পরিত্যক্ত জিনিস সংগ্রহকারীরা পাবেন নগদ অর্থ পুরস্কার। প্রতি ডাবের খোসার জন্য মিলবে পাঁচ টাকা, ভাঙা কমোটে ৫০ টাকা, টায়ারে ৫০ টাকা, রঙের ডিব্বা ১০ টাকা ও চিপসের প্যাকেটে ৫ টাকা করে। মেয়র আতিকের আহ্বান, ডাব বিক্রেতারা যেন ডাব বিক্রির পর খোসাকে ছয় টুকরো করে, তাতে ডাবে আর পানি জমবে না।
সংবাদ সম্মেলনের আগে মেয়র নিজের অফিসের ফুলের টবের জমে থাকা পানি পরিষ্কার করেন। আতিকুল ইসলাম বলেন, ‘প্রতি শনিবার দশটায় দশ মিনিটের জন্য নিজের আঙিনা পরিষ্কার করি। এটি নিজের বাড়িও হতে পারে, অফিসও হতে পারে। আমি গত শনিবার বাড়ি পরিষ্কার করেছি। আজকে নিজের অফিস পরিষ্কার করেছি। কারণ জমে থাকা পানিতে মশার লার্ভা থাকতে পারে। ফুলের টবে দেখতে হবে কোনো লার্ভা আছে কিনা।’
ডিএনসিসির মেয়র বলেন, ডিএনসিসির ৬০ থেকে ৬৫টি ভাগ বাসায় মশার লার্ভা রয়েছে। আমরা মশক নিধনে প্রত্যেক ওয়ার্ডকে দশ অঞ্চলে ভাগ করেছি। ৭২০ জন স্বেচ্ছাসেবক যুক্ত করেছি। ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে