Ajker Patrika

মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কা, নারী পুলিশ সদস্য নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি
মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কা, নারী পুলিশ সদস্য নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা-পুলিশ। 

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় একেএইচ গার্মেন্টসের কাছে আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পুলিশ সদস্যের নাম আফসানা আক্তার (২২)। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরায় কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার হবিনগর এলাকায়। তার স্বামীর নাম আব্দুল করিম খান। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা। 

পুলিশ জানায়, নিহত আফসানা তার বোনের বাসা ধামরাইয়ের কালামপুরে যাচ্ছিলেন। তার স্বামী আব্দুল করিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। বাসের ধাক্কায় দুজনই পড়ে গেলেও করিম খান হাতে অল্প আঘাত পেয়েছেন। 

সাভার থানাধীন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নারী এপিবিএন সদস্য। তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে হাইওয়ে থানা-পুলিশ। সঙ্গে তার স্বামীও ছিলেন। তাদের মোটরসাইকেলের পেছনে সেলফি পরিবহনের একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।’ 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক আছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত