আব্দুল্লাহ আল গালিব, ঢাকা

ডেঙ্গুতে আক্রান্ত ১৩ বছরের শিশু ফারহান আহমেদ তিন দিন ধরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে। ৭ দিন ধরে অসুস্থ ফারহানের বাসা মগবাজারের রেড ক্রিসেন্ট কার্যালয়সংলগ্ন এলাকায়। ওই এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৫ নম্বর ওয়ার্ডে পড়েছে। এলাকাটিতে মশার উপদ্রব ব্যাপক বেড়েছে।
মশকনিধন কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ওই এলাকার বাসিন্দা আলফাজ উদ্দিন ক্ষোভের সঙ্গে আজকের পত্রিকাকে বলেন, মশা নিধনে সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সব পদক্ষেপ শুধু মিডিয়া ও ফেসবুককেন্দ্রিক। কাজের কাজ কিছুই হচ্ছে না।
মশকনিধন কার্যক্রম না থাকায় ডিএসসিসির বিরুদ্ধে একই রকম ক্ষোভ জুরাইনের বাসিন্দা মিজানুর রহমানের। তিনি বলেন, মশা এতই বেড়েছে যে হাঁটার সময়ও কামড়ায়। এত মশা আগে কখনো ছিল না। এলাকায় ডেঙ্গু রোগী দিন দিন বাড়ছে। কিন্তু সিটি করপোরেশনের মশা মারার স্প্রে বা অন্যান্য কার্যক্রম এই এলাকায় আসে না।
সরেজমিনে ঘুরে এবং খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনের বেশির ভাগ এলাকার মানুষেরই মশকনিধন কার্যক্রম নিয়ে একই অভিযোগ। ডেঙ্গুর মৌসুমেও মশা নির্মূলের কার্যক্রম নেই। ফলে রাজধানীর প্রায় সব এলাকায় বেড়েছে মশার বিস্তার, উপদ্রব। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডিএসসিসিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। বিভিন্ন এলাকার মানুষ বলেন, মশার উপদ্রব ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও সিটি করপোরেশনের টনক নড়ছে না।
রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা, নর্দমা, খালি জায়গায় জমে থাকা পানি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল হয়ে উঠেছে। মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে ডিএসসিসিতে অচলাবস্থা বিরাজ করছে। ডিএনসিসিতে এমন জটিলতা না থাকলেও মশকনিধন কর্মসূচি চলছে ঝিমিয়ে।
গতকাল উত্তরার দক্ষিণখান, খিলগাঁওয়ের নন্দীপাড়া ও ধানমন্ডিতে খোঁজ নিয়ে মশার ব্যাপক উৎপাতের কথা জানা যায়। দক্ষিণখানের বাসিন্দা মোহাম্মদ আলিফ জানান, দক্ষিণখানে দিনেও মশারি ছাড়া ঘুমানো যায় না। সিটি করপোরেশনের মশকনিধন কর্মীরা অনেক দিন ধরে আসেন না। ৫ আগস্টের পর ওয়ার্ড কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশারের নেতৃত্বে এডিস মশা নিয়ে গবেষণা জরিপ চালান একদল গবেষক। তাঁদের জরিপের তথ্য অনুযায়ী, ঢাকার প্রতি ১৫টি বাড়ির মধ্যে ৭ থেকে ৮টি বাড়িতে এডিস মশার লার্ভা বা শূককীট পাওয়া গেছে। জরিপে স্বীকৃত পদ্ধতি ব্রুটো ইনডেক্সের (বিআই) মাধ্যমে মশার লার্ভার ঘনত্ব পরিমাপ করা হয়। ঢাকায় ব্রুটো ইনডেক্সের হার ৫০ থেকে ৬০। অথচ এই ইনডেক্সের পরিমাণ ২০-এর বেশি হলে আশঙ্কাজনক হিসেবে বিবেচিত হয়।
মশকনিধন কার্যক্রম সম্পর্কে জানতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে মোবাইলে ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি। তবে ডিএনসিসির জনসংযোগ বিভাগ বলেছে, সকাল-বিকেল নিয়ম করে উড়ন্ত মশা নির্মূলে ফগিং মেশিনে ধোঁয়া ওড়ানো এবং লার্ভা নির্মূলে ওষুধ ছিটানো হচ্ছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘এই মুহূর্তে মশকনিধনে কোনো পদক্ষেপ নেই। কারণ, কর্মকর্তাদের নগর ভবনে যাওয়া বন্ধ। মেয়র হিসেবে যিনি (ইশরাক) শপথ না নিয়েই নিজ দায়িত্বে অফিস করছেন, তিনি ভালো বলতে পারবেন।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের ১৭ জুন পর্যন্ত সারা দেশে ৬ হাজার ৪৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩০ জনের। ডিএসসিসিতে আক্রান্ত হয়েছে ৯২৯ জন এবং ডিএনসিসিতে ৫২৩ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নির্মূলে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অপরিকল্পিতভাবে বিভিন্ন সময় মশা মারার ওষুধ ছিটানো হলেও কাজে আসেনি।

ডেঙ্গুতে আক্রান্ত ১৩ বছরের শিশু ফারহান আহমেদ তিন দিন ধরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে। ৭ দিন ধরে অসুস্থ ফারহানের বাসা মগবাজারের রেড ক্রিসেন্ট কার্যালয়সংলগ্ন এলাকায়। ওই এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৫ নম্বর ওয়ার্ডে পড়েছে। এলাকাটিতে মশার উপদ্রব ব্যাপক বেড়েছে।
মশকনিধন কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ওই এলাকার বাসিন্দা আলফাজ উদ্দিন ক্ষোভের সঙ্গে আজকের পত্রিকাকে বলেন, মশা নিধনে সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সব পদক্ষেপ শুধু মিডিয়া ও ফেসবুককেন্দ্রিক। কাজের কাজ কিছুই হচ্ছে না।
মশকনিধন কার্যক্রম না থাকায় ডিএসসিসির বিরুদ্ধে একই রকম ক্ষোভ জুরাইনের বাসিন্দা মিজানুর রহমানের। তিনি বলেন, মশা এতই বেড়েছে যে হাঁটার সময়ও কামড়ায়। এত মশা আগে কখনো ছিল না। এলাকায় ডেঙ্গু রোগী দিন দিন বাড়ছে। কিন্তু সিটি করপোরেশনের মশা মারার স্প্রে বা অন্যান্য কার্যক্রম এই এলাকায় আসে না।
সরেজমিনে ঘুরে এবং খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনের বেশির ভাগ এলাকার মানুষেরই মশকনিধন কার্যক্রম নিয়ে একই অভিযোগ। ডেঙ্গুর মৌসুমেও মশা নির্মূলের কার্যক্রম নেই। ফলে রাজধানীর প্রায় সব এলাকায় বেড়েছে মশার বিস্তার, উপদ্রব। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডিএসসিসিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। বিভিন্ন এলাকার মানুষ বলেন, মশার উপদ্রব ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও সিটি করপোরেশনের টনক নড়ছে না।
রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা, নর্দমা, খালি জায়গায় জমে থাকা পানি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল হয়ে উঠেছে। মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে ডিএসসিসিতে অচলাবস্থা বিরাজ করছে। ডিএনসিসিতে এমন জটিলতা না থাকলেও মশকনিধন কর্মসূচি চলছে ঝিমিয়ে।
গতকাল উত্তরার দক্ষিণখান, খিলগাঁওয়ের নন্দীপাড়া ও ধানমন্ডিতে খোঁজ নিয়ে মশার ব্যাপক উৎপাতের কথা জানা যায়। দক্ষিণখানের বাসিন্দা মোহাম্মদ আলিফ জানান, দক্ষিণখানে দিনেও মশারি ছাড়া ঘুমানো যায় না। সিটি করপোরেশনের মশকনিধন কর্মীরা অনেক দিন ধরে আসেন না। ৫ আগস্টের পর ওয়ার্ড কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশারের নেতৃত্বে এডিস মশা নিয়ে গবেষণা জরিপ চালান একদল গবেষক। তাঁদের জরিপের তথ্য অনুযায়ী, ঢাকার প্রতি ১৫টি বাড়ির মধ্যে ৭ থেকে ৮টি বাড়িতে এডিস মশার লার্ভা বা শূককীট পাওয়া গেছে। জরিপে স্বীকৃত পদ্ধতি ব্রুটো ইনডেক্সের (বিআই) মাধ্যমে মশার লার্ভার ঘনত্ব পরিমাপ করা হয়। ঢাকায় ব্রুটো ইনডেক্সের হার ৫০ থেকে ৬০। অথচ এই ইনডেক্সের পরিমাণ ২০-এর বেশি হলে আশঙ্কাজনক হিসেবে বিবেচিত হয়।
মশকনিধন কার্যক্রম সম্পর্কে জানতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে মোবাইলে ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি। তবে ডিএনসিসির জনসংযোগ বিভাগ বলেছে, সকাল-বিকেল নিয়ম করে উড়ন্ত মশা নির্মূলে ফগিং মেশিনে ধোঁয়া ওড়ানো এবং লার্ভা নির্মূলে ওষুধ ছিটানো হচ্ছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘এই মুহূর্তে মশকনিধনে কোনো পদক্ষেপ নেই। কারণ, কর্মকর্তাদের নগর ভবনে যাওয়া বন্ধ। মেয়র হিসেবে যিনি (ইশরাক) শপথ না নিয়েই নিজ দায়িত্বে অফিস করছেন, তিনি ভালো বলতে পারবেন।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের ১৭ জুন পর্যন্ত সারা দেশে ৬ হাজার ৪৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩০ জনের। ডিএসসিসিতে আক্রান্ত হয়েছে ৯২৯ জন এবং ডিএনসিসিতে ৫২৩ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নির্মূলে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অপরিকল্পিতভাবে বিভিন্ন সময় মশা মারার ওষুধ ছিটানো হলেও কাজে আসেনি।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে