নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকার একটি বাসায় অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় স্ত্রীর পর চলে গেলেন স্বামী আব্দুল মতিন (৪০)। আজ শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন বলেন, সকালে চিকিৎসাধীন মতিনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল। তা ছাড়া শ্বাসনালি পুড়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় তাঁর স্ত্রী ময়না ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছেন। তাঁদের দুই মেয়ে আয়শা ৪৬ ও মায়শা ৪২ শতাংশ দগ্ধ নিয়ে এখনো ভর্তি আছে। তাদের অবস্থাও গুরুতর। ১৮ শতাংশ দগ্ধ রায়হানকে চিকিৎসা শেষে শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগ সিলেটি বাজার কাজীর গলিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছিলেন অটোরিকশাচালক আব্দুল মতিন (৪০), তাঁর স্ত্রী গৃহিণী ইয়াসমিন আক্তার ময়না (৩৫), দুই মেয়ে আয়শা (৬) ও মায়শা (১০) এবং ময়নার ভাগনে আবুল খায়ের রায়হান (২৫)।
দগ্ধ রায়হান নিজেই জানান, তিনি একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। ওই বাসায় তাঁর মা থাকলেও তিনি অন্যখানে থাকেন। গত রাতেই তিনি ওই বাসায় মায়ের কাছে গিয়েছিলেন। শুক্রবার ভোরে যখন তাঁরা সবাই ঘুমিয়েছিলেন তখন বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঘুম ভেঙে গেলে চারদিকে আগুন দেখতে পান তিনি। বিস্ফোরণে রুমের দরজাও ভেঙে গেছে। পরে তাঁরা দৌড়ে বাসার বাইরে চলে যান। তবে এর আগেই তাঁদের শরীর পুড়ে যায়।
রায়হান জানান, মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। সেই চার্জার থেকেই ভোরে বিস্ফোরণে এই দগ্ধের ঘটনা ঘটেছে।
হাসপাতালে নিয়ে যাওয়া মতিনের শ্যালক মো. মাসুম জানান, খবর পেয়ে ভোরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়হান ছাড়া বাকি চারজনের অবস্থাই গুরুতর। বড় মেয়েটি একটি মাদ্রাসায় পড়ত। আর ছোট মেয়ে কিছুই করত না। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামে।

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকার একটি বাসায় অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় স্ত্রীর পর চলে গেলেন স্বামী আব্দুল মতিন (৪০)। আজ শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন বলেন, সকালে চিকিৎসাধীন মতিনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল। তা ছাড়া শ্বাসনালি পুড়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় তাঁর স্ত্রী ময়না ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছেন। তাঁদের দুই মেয়ে আয়শা ৪৬ ও মায়শা ৪২ শতাংশ দগ্ধ নিয়ে এখনো ভর্তি আছে। তাদের অবস্থাও গুরুতর। ১৮ শতাংশ দগ্ধ রায়হানকে চিকিৎসা শেষে শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগ সিলেটি বাজার কাজীর গলিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছিলেন অটোরিকশাচালক আব্দুল মতিন (৪০), তাঁর স্ত্রী গৃহিণী ইয়াসমিন আক্তার ময়না (৩৫), দুই মেয়ে আয়শা (৬) ও মায়শা (১০) এবং ময়নার ভাগনে আবুল খায়ের রায়হান (২৫)।
দগ্ধ রায়হান নিজেই জানান, তিনি একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। ওই বাসায় তাঁর মা থাকলেও তিনি অন্যখানে থাকেন। গত রাতেই তিনি ওই বাসায় মায়ের কাছে গিয়েছিলেন। শুক্রবার ভোরে যখন তাঁরা সবাই ঘুমিয়েছিলেন তখন বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঘুম ভেঙে গেলে চারদিকে আগুন দেখতে পান তিনি। বিস্ফোরণে রুমের দরজাও ভেঙে গেছে। পরে তাঁরা দৌড়ে বাসার বাইরে চলে যান। তবে এর আগেই তাঁদের শরীর পুড়ে যায়।
রায়হান জানান, মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। সেই চার্জার থেকেই ভোরে বিস্ফোরণে এই দগ্ধের ঘটনা ঘটেছে।
হাসপাতালে নিয়ে যাওয়া মতিনের শ্যালক মো. মাসুম জানান, খবর পেয়ে ভোরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়হান ছাড়া বাকি চারজনের অবস্থাই গুরুতর। বড় মেয়েটি একটি মাদ্রাসায় পড়ত। আর ছোট মেয়ে কিছুই করত না। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে