মানিকগঞ্জ প্রতিনিধি

ভোক্তা পর্যায়ে ডিজেল-কেরোসিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সারা দেশের মতোো মানিকগঞ্জে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন না চালানোর সিদ্ধান্ত নিয়ে ধর্মঘট শুরু করেছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।
এদিকে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম বিপাকে পড়েছে ঢাকাগামী যাত্রী ও সবজি ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন ধর্মঘটের কারণে মানিকগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যায়নি যাত্রীবাহী কোন যানবাহন। বাসস্ট্যান্ড এলাকার পৌর টার্মিনালে সারি সারি বাস বসিয়ে রাখা হয়েছে। উপজেলা থেকেও কোনো পরিবহন ছেড়ে আসেনি। এ কারণে মহাসড়কে কমে গেছে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার প্রতিবাদে তাঁরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে শ্রমিকেরা মালিকদের সঙ্গেই আছেন। সকাল থেকে যাত্রীবাহী সব পরিবহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ আছে।
এ ব্যাপারে সড়ক পরিবহন মালিক সমিতির মানিকগঞ্জ জেলা সভাপতি জাহিদ হোসেন বলেন, দেশের মালিক-শ্রমিকদের ডাকে বাস ও ট্রাক চলাচল ভোর থেকে বন্ধ রয়েছে। তিনি বলেন, আগামী রোববার বিআরটিএর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠকে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাসভাড়া পুনর্নির্ধারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জাহিদ হোসেন বলেন, সরকার এভাবে তেলের দাম বাড়াতে পারে না। তেলের মূল্যবৃদ্ধির আগে অবশ্যই পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে তাদের বসা উচিত ছিল। হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে দেওয়া যায় না।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা। তারা বাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাসস্ট্যান্ডে এসে পরিবহন না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহনে করে রওনা দিচ্ছে। আবার কেউ পরিবহন না পেয়ে উল্টো বাড়ি ফিরে যাচ্ছে।

ভোক্তা পর্যায়ে ডিজেল-কেরোসিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সারা দেশের মতোো মানিকগঞ্জে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন না চালানোর সিদ্ধান্ত নিয়ে ধর্মঘট শুরু করেছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।
এদিকে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম বিপাকে পড়েছে ঢাকাগামী যাত্রী ও সবজি ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন ধর্মঘটের কারণে মানিকগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যায়নি যাত্রীবাহী কোন যানবাহন। বাসস্ট্যান্ড এলাকার পৌর টার্মিনালে সারি সারি বাস বসিয়ে রাখা হয়েছে। উপজেলা থেকেও কোনো পরিবহন ছেড়ে আসেনি। এ কারণে মহাসড়কে কমে গেছে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার প্রতিবাদে তাঁরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে শ্রমিকেরা মালিকদের সঙ্গেই আছেন। সকাল থেকে যাত্রীবাহী সব পরিবহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ আছে।
এ ব্যাপারে সড়ক পরিবহন মালিক সমিতির মানিকগঞ্জ জেলা সভাপতি জাহিদ হোসেন বলেন, দেশের মালিক-শ্রমিকদের ডাকে বাস ও ট্রাক চলাচল ভোর থেকে বন্ধ রয়েছে। তিনি বলেন, আগামী রোববার বিআরটিএর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠকে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাসভাড়া পুনর্নির্ধারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জাহিদ হোসেন বলেন, সরকার এভাবে তেলের দাম বাড়াতে পারে না। তেলের মূল্যবৃদ্ধির আগে অবশ্যই পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে তাদের বসা উচিত ছিল। হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে দেওয়া যায় না।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা। তারা বাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাসস্ট্যান্ডে এসে পরিবহন না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহনে করে রওনা দিচ্ছে। আবার কেউ পরিবহন না পেয়ে উল্টো বাড়ি ফিরে যাচ্ছে।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৩ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে