নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দূতাবাসগুলোতে পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ না থাকায় পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতা বাড়ছে। ফলে অনেক প্রবাসীকে এনআইডি জটিলতার জন্য দেশে ফেরত আসতে হচ্ছে। দূতাবাসগুলোর মাধ্যমেই যদি এনআইডি সংশোধন করা যায় তবে প্রবাসীরা যেমন স্বস্তিতে থাকবেন, তেমনি রেমিট্যান্সের মাধ্যমে দেশও উপকৃত হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগের দাবিতে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের পরিচালক আবু তাহির।
আবু তাহির বলেন, ‘আমরা পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য দাবি তুলেছিলাম। সেটা সমাধান হয়ে গেছে। দূতাবাসগুলোতে এখন পাসপোর্ট সংশোধন করা যায়। কিন্তু পাসপোর্ট সংশোধনের সময় এনআইডির ভুল সংশোধন করতে না পারায় অনেকে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতায় পড়ছে।’
যাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না তারা অধিকাংশ অবৈধভাবে দেশগুলোতে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বৈধ না অবৈধভাবে তারা সেখানে গিয়েছে এটা সরকার জানে। আমরা সব সময়ই অবৈধভাবে যাওয়াকে নিরুৎসাহিত করি। তবে এখন তাদের যেহেতু ফেরত আনা হচ্ছে না এবং তারা অর্থনীতিতে অবদান রাখছে সেহেতু তাদের এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসগুলোতেই সংশোধনের সুযোগ দেওয়া হোক।’
আরেক পরিচালক লুতফর রহমান বাবু বলেন, ‘কর্মক্ষেত্রে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো উপায় না পেয়ে অনেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছে।’
অন্য পরিচালক এন আই মাহমুদ বলেন, ‘অবৈধভাবে বড়জোর ৩ শতাংশ প্রবাসী বিদেশে যায়। বেশির ভাগ ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলের কারণে প্রবাসীদের ভুক্তভোগী হতে হচ্ছে। সরকারের পক্ষ থেকেই ভুলগুলো শোধরানোর উদ্যোগ নিতে হবে।’

দূতাবাসগুলোতে পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ না থাকায় পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতা বাড়ছে। ফলে অনেক প্রবাসীকে এনআইডি জটিলতার জন্য দেশে ফেরত আসতে হচ্ছে। দূতাবাসগুলোর মাধ্যমেই যদি এনআইডি সংশোধন করা যায় তবে প্রবাসীরা যেমন স্বস্তিতে থাকবেন, তেমনি রেমিট্যান্সের মাধ্যমে দেশও উপকৃত হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগের দাবিতে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের পরিচালক আবু তাহির।
আবু তাহির বলেন, ‘আমরা পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য দাবি তুলেছিলাম। সেটা সমাধান হয়ে গেছে। দূতাবাসগুলোতে এখন পাসপোর্ট সংশোধন করা যায়। কিন্তু পাসপোর্ট সংশোধনের সময় এনআইডির ভুল সংশোধন করতে না পারায় অনেকে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে জটিলতায় পড়ছে।’
যাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না তারা অধিকাংশ অবৈধভাবে দেশগুলোতে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বৈধ না অবৈধভাবে তারা সেখানে গিয়েছে এটা সরকার জানে। আমরা সব সময়ই অবৈধভাবে যাওয়াকে নিরুৎসাহিত করি। তবে এখন তাদের যেহেতু ফেরত আনা হচ্ছে না এবং তারা অর্থনীতিতে অবদান রাখছে সেহেতু তাদের এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসগুলোতেই সংশোধনের সুযোগ দেওয়া হোক।’
আরেক পরিচালক লুতফর রহমান বাবু বলেন, ‘কর্মক্ষেত্রে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো উপায় না পেয়ে অনেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছে।’
অন্য পরিচালক এন আই মাহমুদ বলেন, ‘অবৈধভাবে বড়জোর ৩ শতাংশ প্রবাসী বিদেশে যায়। বেশির ভাগ ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলের কারণে প্রবাসীদের ভুক্তভোগী হতে হচ্ছে। সরকারের পক্ষ থেকেই ভুলগুলো শোধরানোর উদ্যোগ নিতে হবে।’

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩৮ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩ ঘণ্টা আগে