প্রতিনিধি (গাজীপুর) টঙ্গী
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টা থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে আছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সবজিবাহী স্পেশাল ‘ভেজিটেবল ট্রেন’টি।
এদিকে সবজিবাহী ট্রেনটি আটকে থাকায় টঙ্গী থেকে রেলে ভ্রমণ করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ বেলা ৩টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় খবর জানতে পেরে ট্রেনে ভ্রমণ করতে আসা লোকজন ফিরে গেছেন। যারা আগেই টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁরা অনেকে টিকিট ফিরিয়ে দিয়ে নগদ টাকা বুঝে নেন।
টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমরান হাসান বলেন, গতকাল রাত থেকে সবজি পরিবহন করা ‘স্পেশাল ভেজিটেবল’ ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেন দুটি টঙ্গী প্ল্যাটফর্মে আটকে আছে। ঢাকা থেকে নির্দেশনা পেলেই ট্রেন দুটি তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে রেলওয়ে স্টেশন এলাকার চারপাশে কড়াকড়ি নজর রেখেছি। তবে সবজিবাহী ট্রেনটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আসছি।’
টঙ্গী, গাজীপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর, ট্রেন, দুর্ভোগ
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টা থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে আছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সবজিবাহী স্পেশাল ‘ভেজিটেবল ট্রেন’টি।
এদিকে সবজিবাহী ট্রেনটি আটকে থাকায় টঙ্গী থেকে রেলে ভ্রমণ করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ বেলা ৩টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় খবর জানতে পেরে ট্রেনে ভ্রমণ করতে আসা লোকজন ফিরে গেছেন। যারা আগেই টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁরা অনেকে টিকিট ফিরিয়ে দিয়ে নগদ টাকা বুঝে নেন।
টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমরান হাসান বলেন, গতকাল রাত থেকে সবজি পরিবহন করা ‘স্পেশাল ভেজিটেবল’ ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেন দুটি টঙ্গী প্ল্যাটফর্মে আটকে আছে। ঢাকা থেকে নির্দেশনা পেলেই ট্রেন দুটি তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে রেলওয়ে স্টেশন এলাকার চারপাশে কড়াকড়ি নজর রেখেছি। তবে সবজিবাহী ট্রেনটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আসছি।’
টঙ্গী, গাজীপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর, ট্রেন, দুর্ভোগ
চট্টগ্রাম ওয়াসার প্রথম সুয়ারেজ প্রকল্পের কাজ চলছে। দ্বিতীয় সুয়ারেজ প্রকল্পও একনেকে অনুমোদিত হয়েছে। ‘চট্টগ্রাম সুয়ারেজ সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক দ্বিতীয় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৫২ কোটি ৫৬ লাখ টাকা। যার ২ হাজার ১৫৪ কোটি টাকাই খরচ হবে জমি অধিগ্রহণে।
২০ মিনিট আগেচট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ভৈরব থানা-পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাহেন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে পৌর শহরের ইটভাটা এলাকার গুয়াগাঁও মহল্লার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসাড়ে তিন বছর কারাভোগ করার পর সাবেক এসপি বাবুল আক্তার কারামুক্ত হন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগার থেকে মুক্ত হয়ে তিনি সোজা চট্টগ্রাম বিমানবন্দরে যান। কারাগার থেকে মুক্ত হওয়ার পরপরই তাঁর জন্য বিমানের টিকিট কেনা হয়। রাত ৮টার ফ্লাইটে ঢাকা পৌঁছে তাঁর ইস্কাটনের বাসায় চলে যান।
২ ঘণ্টা আগে