ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। এক গ্রুপে রয়েছেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ, আরেক গ্রুপে রয়েছেন বিএনপির রিপন। আহতদের মধ্যে পাঁচজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার ল্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লতিফ গ্রুপের আহত ব্যক্তিরা হলেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন আলী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সোহানুর রহমান সোহান, শাহজালাল, ইউসুফ আলী, খায়রুল, সজীব ও সবুজ। এদের মধ্যে হোসেন আলী, নূর আলম, সোহাগ, শাহজালাল ও ইউসুফকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে রিপন গ্রুপের রফিকসহ তিনজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি বালুঘাট নিয়ে বিএনপি নেতা আব্দুল লতিফ ও রিপন গ্রুপের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিবাদ চলে আসছিল। সেই বিবাদ নিরসনের লক্ষ্যে আজ বেলা ৩টার দিকে ল্যাংড়া বাজার এলাকায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠক না হওয়ায় বাড়ি ফিরে যাওয়ার পথে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হন।
বিএনপির নেতা আব্দুল লতিফ জানান, ‘সালিস না হওয়ায় আমরা বাড়ি ফিরে যাওয়ার সময় রিপনের লোকজন পূর্বপরিকল্পিতভাবে ইটপাটকেল নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ জন আহত হয়েছেন। এ বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব।’
পাল্টা অভিযোগ করে রিপন বলেন, ‘লতিফের লোকজনই আমাদের ওপর আগে হামলা চালিয়েছে। এতে আমাদের তিনজন আহত হয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ‘দুই গ্রুপের বিবাদ নিরসনের লক্ষ্যে আজ বিকেলে সালিস হওয়ার কথা ছিল। কিন্তু উভয় পক্ষ অনেক লোকজনের সমাগম ঘটায়। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় সালিস স্থগিত করা হয়। পরে বাড়ি ফেরার পথে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। বিষয়টি বসে মীমাংসা করা হবে।’
এ বিষয়ে ভূঞাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। এক গ্রুপে রয়েছেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ, আরেক গ্রুপে রয়েছেন বিএনপির রিপন। আহতদের মধ্যে পাঁচজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার ল্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লতিফ গ্রুপের আহত ব্যক্তিরা হলেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন আলী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সোহানুর রহমান সোহান, শাহজালাল, ইউসুফ আলী, খায়রুল, সজীব ও সবুজ। এদের মধ্যে হোসেন আলী, নূর আলম, সোহাগ, শাহজালাল ও ইউসুফকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে রিপন গ্রুপের রফিকসহ তিনজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি বালুঘাট নিয়ে বিএনপি নেতা আব্দুল লতিফ ও রিপন গ্রুপের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিবাদ চলে আসছিল। সেই বিবাদ নিরসনের লক্ষ্যে আজ বেলা ৩টার দিকে ল্যাংড়া বাজার এলাকায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠক না হওয়ায় বাড়ি ফিরে যাওয়ার পথে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হন।
বিএনপির নেতা আব্দুল লতিফ জানান, ‘সালিস না হওয়ায় আমরা বাড়ি ফিরে যাওয়ার সময় রিপনের লোকজন পূর্বপরিকল্পিতভাবে ইটপাটকেল নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ জন আহত হয়েছেন। এ বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব।’
পাল্টা অভিযোগ করে রিপন বলেন, ‘লতিফের লোকজনই আমাদের ওপর আগে হামলা চালিয়েছে। এতে আমাদের তিনজন আহত হয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ‘দুই গ্রুপের বিবাদ নিরসনের লক্ষ্যে আজ বিকেলে সালিস হওয়ার কথা ছিল। কিন্তু উভয় পক্ষ অনেক লোকজনের সমাগম ঘটায়। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় সালিস স্থগিত করা হয়। পরে বাড়ি ফেরার পথে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। বিষয়টি বসে মীমাংসা করা হবে।’
এ বিষয়ে ভূঞাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র হক সাহেবের মোড় থেকে স্টেশন সড়ক এবং শহীদ মিনার থেকে থানা সড়কের এক পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ঈদ সামনে রেখে কেনাকাটায় বের হওয়া মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
৩ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মসজিদের নামে তোলা টাকার সিংহভাগই ছয়নয় করার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। আগে মসজিদটিতে দলিলপ্রতি মাত্র ২০ টাকা দেওয়া হলেও বর্তমানে তা-ও দেওয়া হয় না। আর এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মসজিদের সাধারণ সম্পাদক দীন ইসলাম।
৩ ঘণ্টা আগেনিজের সম্বন্ধী আর বন্ধুবান্ধব ছাড়া কাউকেই চিনছেন না রাজশাহী গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। দরপত্রের প্রক্রিয়ার গোপন দর ফাঁস করে তিনি তাঁদের লাখ লাখ টাকার কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে অন্য কোনো ঠিকাদার কাজ পাচ্ছেন না। বঞ্চিত ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ...
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে প্রতিটি ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়। সেই নিলামে ১৪ জন অংশগ্রহণ...
৪ ঘণ্টা আগে