পূর্বাচলে টুকরা লাশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা ওই ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশকে রুমা প্রাথমিক স্বীকারোক্তিতে বলেছেন, ব্যবসায়ী জসিমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটলে এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি।
ওই হত্যাকাণ্ড নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, জসিমের পরিবার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকে। জিজ্ঞাসাবাদে রুমা জানিয়েছেন, ১০ নভেম্বর রাতে জসিমকে রাজধানীর শ্যামলীর একটি বাসায় ডেকে নেন। সেখানে দুধের সঙ্গে নেশাজাত দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয় তাঁকে। এতে অচেতন হয়ে পড়েন জসিম। এরপর চাপাতি ও হেক্সো ব্লেড দিয়ে হত্যা ও খণ্ডবিখণ্ড করা হয় জসিমের মরদেহ। পরে এসব মরদেহ পূর্বাচল এলাকায় নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
এসপি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, নিহত জসিম নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার মৃত আলেক চান বেপারীর ছেলে। ১০ নভেম্বর রাজধানীর গুলশান থেকে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় গুলশান থানায় নিহতের ছেলে একটি সাধারণ ডায়েরি করেন। লাশ শনাক্তের পর বুধবার রাতে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুমা ময়মনসিংহের গৌরীপুর এলাকার নজর আলীর মেয়ে।
নিহত জসিমের ছেলে ওবায়দুল ইসলাম শিবু বলেন, ‘১০ নভেম্বর বিকেলে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয় আমার বাবা। গুলশানে গাড়িটি ছেড়ে দিয়ে অন্য গাড়িতে নারায়ণগঞ্জ যাবে বলে জানান চালককে। রাত ১১টার দিকে সর্বশেষ আমার মায়ের সঙ্গে তাঁর কথা হয়। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। পরদিন তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় ১১ নভেম্বর গুলশান থানায় জিডি করি। বুধবার পুলিশের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এসে বাবার লাশ শনাক্ত করি। কেন এই হত্যাকাণ্ড, তা আমার জানা নেই।’
এদিকে গতকাল দুপুরে পূর্বাচল এলাকা থেকে ব্যবসায়ী জসিমের মরদেহের আরও দুটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘লাশ উদ্ধারের পর গুলশান থানার জিডির সূত্র ধরে পরিবারের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করি। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রুমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে হত্যার কথা স্বীকার করেছে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা ওই ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশকে রুমা প্রাথমিক স্বীকারোক্তিতে বলেছেন, ব্যবসায়ী জসিমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটলে এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি।
ওই হত্যাকাণ্ড নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, জসিমের পরিবার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকে। জিজ্ঞাসাবাদে রুমা জানিয়েছেন, ১০ নভেম্বর রাতে জসিমকে রাজধানীর শ্যামলীর একটি বাসায় ডেকে নেন। সেখানে দুধের সঙ্গে নেশাজাত দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয় তাঁকে। এতে অচেতন হয়ে পড়েন জসিম। এরপর চাপাতি ও হেক্সো ব্লেড দিয়ে হত্যা ও খণ্ডবিখণ্ড করা হয় জসিমের মরদেহ। পরে এসব মরদেহ পূর্বাচল এলাকায় নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
এসপি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, নিহত জসিম নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার মৃত আলেক চান বেপারীর ছেলে। ১০ নভেম্বর রাজধানীর গুলশান থেকে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় গুলশান থানায় নিহতের ছেলে একটি সাধারণ ডায়েরি করেন। লাশ শনাক্তের পর বুধবার রাতে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুমা ময়মনসিংহের গৌরীপুর এলাকার নজর আলীর মেয়ে।
নিহত জসিমের ছেলে ওবায়দুল ইসলাম শিবু বলেন, ‘১০ নভেম্বর বিকেলে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয় আমার বাবা। গুলশানে গাড়িটি ছেড়ে দিয়ে অন্য গাড়িতে নারায়ণগঞ্জ যাবে বলে জানান চালককে। রাত ১১টার দিকে সর্বশেষ আমার মায়ের সঙ্গে তাঁর কথা হয়। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। পরদিন তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় ১১ নভেম্বর গুলশান থানায় জিডি করি। বুধবার পুলিশের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এসে বাবার লাশ শনাক্ত করি। কেন এই হত্যাকাণ্ড, তা আমার জানা নেই।’
এদিকে গতকাল দুপুরে পূর্বাচল এলাকা থেকে ব্যবসায়ী জসিমের মরদেহের আরও দুটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘লাশ উদ্ধারের পর গুলশান থানার জিডির সূত্র ধরে পরিবারের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করি। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রুমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে হত্যার কথা স্বীকার করেছে।’

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২ ঘণ্টা আগে