অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চার থানায় হওয়া পৃথক মামলায় শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকাল ৭টার দিকে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখান এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সালমান এফ রহমান, আনিসুল হক ও কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা স্কুলশিক্ষার্থী আদহাম বিন আমিনকে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ব্যারিস্টার সুমনকে খিলগাঁও থানায় দায়ের করা মুদিদোকানদার মিজানুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর আলমকে লালবাগ থানায় দায়ের করা শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আনিসুল হককে উত্তরা পূর্ব থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদনে উল্লেখ করেন, আসামিরা সংশ্লিষ্ট মামলায় বর্ণিত ঘটনাগুলোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্তের স্বার্থে ভবিষ্যতে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাঁদের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চার থানায় হওয়া পৃথক মামলায় শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকাল ৭টার দিকে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখান এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সালমান এফ রহমান, আনিসুল হক ও কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা স্কুলশিক্ষার্থী আদহাম বিন আমিনকে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ব্যারিস্টার সুমনকে খিলগাঁও থানায় দায়ের করা মুদিদোকানদার মিজানুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর আলমকে লালবাগ থানায় দায়ের করা শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আনিসুল হককে উত্তরা পূর্ব থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদনে উল্লেখ করেন, আসামিরা সংশ্লিষ্ট মামলায় বর্ণিত ঘটনাগুলোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্তের স্বার্থে ভবিষ্যতে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাঁদের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে অস্থায়ী নারী অফিস সহকারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী।
১৪ মিনিট আগেপ্রাচীনকাল থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু ও মানের দিক থেকেও অতুলনীয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে বাংলাদেশের প্রথম জেলা ব্র্যান্ডিং হিসেবে চাঁদপুর জেলাকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ হিসেবে সরকার স্বীকৃতি দেয়। ইলিশের সুস্বাদুতার সুযোগ নিয়ে চাঁদপুর ও আশপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়
৪৪ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন থেকে হারিয়ে গেছেন এক বাক্প্রতিবন্ধী ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম জিল্লার রহমান মণ্ডল (৬০)। তিনি উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগেবরিশালে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা সংক্রমণ। এ অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে ৩০ শয্যার করোনা ইউনিট। গতকাল সোমবার থেকে ইউনিটটি চালু হলেও কিটসংকটের কারণে শুরু হয়নি করোনা পরীক্ষা।
১ ঘণ্টা আগে