জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হয়েছে জবির একমাত্র এই ছাত্রী হলের নাম।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় ছাত্রী হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখার সিদ্ধান্ত হয়।
শুরুতে এই হলের নাম ছিল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। ২০২০ সালের ২০ অক্টোবর এটি উদ্বোধন করা হয়। ২০২৪ সালের ১৩ মে হলের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রাখা হয়।
এ বছরের ৬ ফেব্রুয়ারি হলের ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক খুলে ফেলা হয়।
ফয়জুন্নেসা চৌধুরানী কে
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন নারীশিক্ষার প্রবর্তক, সমাজ সেবক ও কবি। ১৮৩৪ সালে কুমিল্লার লাকসামে পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে জন্ম হয় তাঁর।
জমিদারি লাভের আগেই নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় ১৮৭৩ সালে নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন ফয়জুন্নেসা চৌধুরানী।
এটি উপমহাদেশে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীন স্কুলগুলোর একটি। পরে এটি কলেজে রূপান্তরিত হয়, যার নাম হয় নবাব ফয়জুন্নেসা কলেজ।
সে সময় সংবাদপত্র ও সাময়িকীর পৃষ্ঠপোষকতাও করেন ফয়জুন্নেসা। বান্ধব, ঢাকা প্রকাশ, মুসলমান বন্ধু, সুধাকর, ইসলাম প্রচারকের মতো বাংলা পত্রপত্রিকা তাঁর আর্থিক সহায়তা লাভ করেছিল।
সাহিত্যিক হিসেবেও ফয়জুন্নেসার পরিচিতি আছে। ১৮৭৬ সালে তাঁর রূপজালাল গ্রন্থটি রূপকের আশ্রয়ে লেখা আত্মজীবনীমূলক রচনা।
১৯০৩ সালে পশ্চিমগাঁও গ্রামেই মৃত্যু হয় তাঁর। ২০০৪ সালে ফয়জুন্নেসা চৌধুরানীকে একুশে পদক (মরণোত্তর) দেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হয়েছে জবির একমাত্র এই ছাত্রী হলের নাম।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় ছাত্রী হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখার সিদ্ধান্ত হয়।
শুরুতে এই হলের নাম ছিল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। ২০২০ সালের ২০ অক্টোবর এটি উদ্বোধন করা হয়। ২০২৪ সালের ১৩ মে হলের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রাখা হয়।
এ বছরের ৬ ফেব্রুয়ারি হলের ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক খুলে ফেলা হয়।
ফয়জুন্নেসা চৌধুরানী কে
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন নারীশিক্ষার প্রবর্তক, সমাজ সেবক ও কবি। ১৮৩৪ সালে কুমিল্লার লাকসামে পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে জন্ম হয় তাঁর।
জমিদারি লাভের আগেই নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় ১৮৭৩ সালে নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন ফয়জুন্নেসা চৌধুরানী।
এটি উপমহাদেশে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীন স্কুলগুলোর একটি। পরে এটি কলেজে রূপান্তরিত হয়, যার নাম হয় নবাব ফয়জুন্নেসা কলেজ।
সে সময় সংবাদপত্র ও সাময়িকীর পৃষ্ঠপোষকতাও করেন ফয়জুন্নেসা। বান্ধব, ঢাকা প্রকাশ, মুসলমান বন্ধু, সুধাকর, ইসলাম প্রচারকের মতো বাংলা পত্রপত্রিকা তাঁর আর্থিক সহায়তা লাভ করেছিল।
সাহিত্যিক হিসেবেও ফয়জুন্নেসার পরিচিতি আছে। ১৮৭৬ সালে তাঁর রূপজালাল গ্রন্থটি রূপকের আশ্রয়ে লেখা আত্মজীবনীমূলক রচনা।
১৯০৩ সালে পশ্চিমগাঁও গ্রামেই মৃত্যু হয় তাঁর। ২০০৪ সালে ফয়জুন্নেসা চৌধুরানীকে একুশে পদক (মরণোত্তর) দেওয়া হয়।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে