Ajker Patrika

রায়পুরায় নিখোঁজ শিশুর লাশ বাড়ির পাশের মেঘনা থেকে উদ্ধার 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ১৫: ৪৫
রায়পুরায় নিখোঁজ শিশুর লাশ বাড়ির পাশের মেঘনা থেকে উদ্ধার 

নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর দেড় বছরের শিশু রিতা মণির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম।

নিহত শিশুটি চানপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার আসাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শিশু রিতা মণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন বুধবার সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে আনেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করেন।

নিহত শিশুর চাচা নাসির উদ্দিন বলেন, ‘গতকাল সন্ধ্যার পর থেকে আমার ভাতিজিকে খুঁজে পাচ্ছিলাম না। পরে সকালে মেঘনায় তার লাশ পাওয়া গেছে।’

বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত