আজকের পত্রিকা ডেস্ক

বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৮ জানুয়ারি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন। ওই আবেদনের ওপর শুনানির ধার্য তারিখ থাকায় গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর এবং কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আবেদ আলী পাশে দাঁড়ানো এক যুবককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে হিসেবে পরিচয় দেন এবং তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
অবৈধভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে দুদক ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে।
মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসের ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। পরে তাঁর কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
আদালতের কাঠগড়ায় কাঁদলেন আবেদ আলী
গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির পর আদালতের কাঠগড়ায় এক যুবককে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন আবেদ আলী। যুবকটি কাঠগড়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।

বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৮ জানুয়ারি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন। ওই আবেদনের ওপর শুনানির ধার্য তারিখ থাকায় গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর এবং কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আবেদ আলী পাশে দাঁড়ানো এক যুবককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে হিসেবে পরিচয় দেন এবং তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
অবৈধভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে দুদক ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে।
মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসের ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। পরে তাঁর কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
আদালতের কাঠগড়ায় কাঁদলেন আবেদ আলী
গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির পর আদালতের কাঠগড়ায় এক যুবককে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন আবেদ আলী। যুবকটি কাঠগড়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে