নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছরের সাজা থেকে খালাস দেওয়ার ৪ বছর পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ ২০১৮ সালের ৮ অক্টোবর ওই রায় দেন। আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৯৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
এই বিষয়ে দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমরা এখনো নথি পাইনি। তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় দেখেছি। এখন বিষয়টি কমিশনকে জানানো হবে। রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না সেটা কমিশনের বিষয়।’
সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ ২০০৭ সালের ১৩ জুন ওই মামলা করে দুদক। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাঁকে জরিমানাও করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মায়া আপিল করলে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাঁকে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক আবেদন করলে ২০১৫ সালের ১৪ জুন হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানি করতে নির্দেশ দেন। পরে পুনরায় শুনানি করে ২০১৮ সালের ৮ অক্টোবর আবারও খালাস দেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছরের সাজা থেকে খালাস দেওয়ার ৪ বছর পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ ২০১৮ সালের ৮ অক্টোবর ওই রায় দেন। আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৯৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
এই বিষয়ে দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমরা এখনো নথি পাইনি। তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় দেখেছি। এখন বিষয়টি কমিশনকে জানানো হবে। রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না সেটা কমিশনের বিষয়।’
সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ ২০০৭ সালের ১৩ জুন ওই মামলা করে দুদক। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাঁকে জরিমানাও করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মায়া আপিল করলে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাঁকে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক আবেদন করলে ২০১৫ সালের ১৪ জুন হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানি করতে নির্দেশ দেন। পরে পুনরায় শুনানি করে ২০১৮ সালের ৮ অক্টোবর আবারও খালাস দেন হাইকোর্ট।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৫ মিনিট আগে
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৯ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
১৪ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১৭ মিনিট আগে