শরীফ নাসরুল্লাহ, ঢাকা

যেন পরিত্যক্ত একটি বাড়ি। আশপাশের গাছ থেকে ঝরে পড়া পাতা। পলেস্তারা খসে পড়া দেয়াল। ভেতরে একটি কক্ষে লম্বা কাঠের টেবিল। তার ওপর পড়ে ছিল দু-একটা ভাতের দানা। বোঝা যায়, ভাত খাওয়ার টেবিল এটি। একটি চেয়ারে বসে হুঁকা টানছিলেন একজন। অনাহূত অতিথি দেখে ভেতরে চলে যান। শহরে হুঁকা! অবশ্য যাদের কাছে আসা, তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এটি। দেয়ালে সাঁটা কয়েকটি পোস্টার। তাতে পাহাড়ি শিক্ষার্থীদের সংগঠনের নাম লেখা। সেই টেবিলের কাছেই একটি চেয়ারে বসে পড়ছিলেন মেরিন চাকমা।
জানা গেল, মেরিন চাকমা পড়ালেখা শেষে এখন চাকরি খুঁজছেন। তিনি জানান, রাজধানীতে পাহাড়ি মানুষদের সাময়িক সময়ের জন্য ঠাঁই পেতে বেশ বেগ পেতে হয়। তখন মোহাম্মদপুরের এই বাড়িই আশ্রয় হয়ে দেখা দেয়।
দেখা যায়, পুরোনো ধাঁচের বাড়ি। কিছু জানালার গ্রিল ভেঙে পড়েছে। কাপড় টানিয়ে রাখা হয়েছে তাতে। একেকটি রুমে তিন থেকে চারটি সস্তা কাঠের খাট। দেখতে মেসের মতো।
ততক্ষণে খনেজ চাকমা ও ধীরেসেন চাকমাসহ আরও কয়েকজন হাজির। তাঁদের কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কেউ মেডিকেল কলেজের শিক্ষার্থী। জানা গেল, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য রাজধানীতে এলে ঠাঁই হয় এখানে। বাড়িটিতে ভাড়া দিতে হয় না। কেবল শিক্ষার্থীরা মিলে কেনাকাটা করে খাওয়া-দাওয়া করেন।
এই ব্যবস্থা পরিচালিত হয় একটি ছাত্র কমিটি দিয়ে। এর সাধারণ সম্পাদক জগদীশ চাকমা বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক সময় দুর্গম অঞ্চল থেকে দরিদ্র মানুষও নানা কাজে আসেন রাজধানীতে। তাঁরা এখানে আশ্রয় পান।
বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা হোস্টেলের জন্য শিক্ষার্থীদের সহযোগিতা করেন। তিনি বলেন, ‘পাহাড়ি শিক্ষার্থীদের জন্য এটি একটি ভরসার জায়গা। বাড়িটি জীর্ণ হয়ে গেছে। সংস্কার দরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা বলেছি।’

যেন পরিত্যক্ত একটি বাড়ি। আশপাশের গাছ থেকে ঝরে পড়া পাতা। পলেস্তারা খসে পড়া দেয়াল। ভেতরে একটি কক্ষে লম্বা কাঠের টেবিল। তার ওপর পড়ে ছিল দু-একটা ভাতের দানা। বোঝা যায়, ভাত খাওয়ার টেবিল এটি। একটি চেয়ারে বসে হুঁকা টানছিলেন একজন। অনাহূত অতিথি দেখে ভেতরে চলে যান। শহরে হুঁকা! অবশ্য যাদের কাছে আসা, তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এটি। দেয়ালে সাঁটা কয়েকটি পোস্টার। তাতে পাহাড়ি শিক্ষার্থীদের সংগঠনের নাম লেখা। সেই টেবিলের কাছেই একটি চেয়ারে বসে পড়ছিলেন মেরিন চাকমা।
জানা গেল, মেরিন চাকমা পড়ালেখা শেষে এখন চাকরি খুঁজছেন। তিনি জানান, রাজধানীতে পাহাড়ি মানুষদের সাময়িক সময়ের জন্য ঠাঁই পেতে বেশ বেগ পেতে হয়। তখন মোহাম্মদপুরের এই বাড়িই আশ্রয় হয়ে দেখা দেয়।
দেখা যায়, পুরোনো ধাঁচের বাড়ি। কিছু জানালার গ্রিল ভেঙে পড়েছে। কাপড় টানিয়ে রাখা হয়েছে তাতে। একেকটি রুমে তিন থেকে চারটি সস্তা কাঠের খাট। দেখতে মেসের মতো।
ততক্ষণে খনেজ চাকমা ও ধীরেসেন চাকমাসহ আরও কয়েকজন হাজির। তাঁদের কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কেউ মেডিকেল কলেজের শিক্ষার্থী। জানা গেল, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য রাজধানীতে এলে ঠাঁই হয় এখানে। বাড়িটিতে ভাড়া দিতে হয় না। কেবল শিক্ষার্থীরা মিলে কেনাকাটা করে খাওয়া-দাওয়া করেন।
এই ব্যবস্থা পরিচালিত হয় একটি ছাত্র কমিটি দিয়ে। এর সাধারণ সম্পাদক জগদীশ চাকমা বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক সময় দুর্গম অঞ্চল থেকে দরিদ্র মানুষও নানা কাজে আসেন রাজধানীতে। তাঁরা এখানে আশ্রয় পান।
বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা হোস্টেলের জন্য শিক্ষার্থীদের সহযোগিতা করেন। তিনি বলেন, ‘পাহাড়ি শিক্ষার্থীদের জন্য এটি একটি ভরসার জায়গা। বাড়িটি জীর্ণ হয়ে গেছে। সংস্কার দরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা বলেছি।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে