Ajker Patrika

চেনা রূপে ফিরছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২২, ১৪: ০৯
চেনা রূপে ফিরছে রাজধানী

ঈদের ছুটি এলেই রাজধানীর চিরাচরিত চিত্র যেন নিমেষেই পাল্টে যায়। মহল্লা, অলিগলি, এমনকি প্রধান সড়ক সব ফাঁকা হয়ে যায়। এমন চিত্র ছিল গত কয়েক দিনের। তবে দৃশ্যপট পাল্টে গেছে। রাজধানীতে ধীরে ধীরে ভিড় করছে নাড়ির টানে গ্রামে যাওয়া মানুষগুলো। গতকালই শেষ হয়েছে ঈদুল ফিতরের ছুটি। আজ ঈদের তৃতীয় দিন আবার ঢাকায় ফেরা শুরু হয়েছে সবার। 

আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলী, মহাখালীসহ কয়েকটি স্থান ঘুরে ঢাকার সরব চিত্র দেখা গেছে।

ঢাকায় ফেরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার থেকে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যেই চলে এসেছেন। কেউ কেউ শুক্র-শনি দুই দিন  যানজট ও ভোগান্তির কথা ভেবে আগাম চলে আসার পরিকল্পনা করেছেন। এদিকে ছুটি শেষ হলেও ঢাকার অফিসপাড়ায় রয়েছে ঈদের আমেজ। ছয় দিন ছুটির পর নিজ কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে টুকটাক কাজের পাশাপাশি কুশল বিনিময় করতে দেখা গেছে। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষ হলেও সবাই এখনো ঢাকায় ফেরেননি। আজ এক দিন অফিস শেষেই আরও দুই দিন ছুটি রয়েছে। তাই কেউ কেউ বৃহস্পতিবার ছুটি বাড়িয়ে শনিবার পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

রাজধানীর গাবতলীতে মিন্টু এন্টারপ্রাইজ নামের একটি বাস থেকে পরিবার নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরেছেন শরিফুজ্জামান। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই ব্যক্তি বলেন, ‘কাল ছুটি শেষ হয়েছে। আমার আজ অফিসে যোগ দেওয়ার কথা। তাই ১২টার পর যাব এই পরিকল্পনা করে রাতেই রওনা হয়েছি।’

সাইফুদ্দিন নামের আরেক যাত্রী বলেন, ‘শুক্র-শনিবার ছুটি থাকলেও আজকেই চলে আসছি। আগামী দুই দিন অনেক যানজট থাকতে পারে। ছোট ছোট বাচ্চা নিয়ে ভোগান্তি যেন না হয় তাই আগাম চলে আসা।’

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে (ডেসকো) কর্মরত আফরোজা সুলতানা কলি বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকাতেই ছিলাম। ভালো একটা সময় কাটিয়েছি। আজ ছুটি শেষ করে কাজে ফিরলাম। ঢাকার বাইরে যাওয়া কয়েকজন এখনো অফিসে আসেননি। তবে প্রথম দিনে কাজের তেমন চাপ নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত