Ajker Patrika

‘আমরা রিস্ক নিয়ে আওয়ামী লীগ ধরায়ে দেই, ক্রেডিট নেয় ওসি’

উত্তরা প্রতিনিধি, ঢাকা 
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৪০
রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক ৩ শিক্ষার্থী ছাড়া পেয়েছেন। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক ৩ শিক্ষার্থী ছাড়া পেয়েছেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক ৩ শিক্ষার্থী ছাড়া পেয়েছেন। উত্তরা পশ্চিম থানায় হামলার পর পুলিশের সঙ্গে সমঝোতা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় এ ঘটনা ঘটে।

থানা থেকে ছাড়া পাওয়ার পর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ছাত্র আসিফুল হক রবিন বলেছেন, ‘আমরা রিস্ক নিয়ে আওয়ামী লীগ ধরায়ে দিই, ছিনতাইকারী ধরায়ে দিই। অথচ ক্রেডিট নেয় উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান। আবার সেই ওসিই আমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ধরে নিয়ে গেছিল।’

আসিফুল হক রবিন আজকের পত্রিকাকে আরও বলেন, ‘আমরা উত্তরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকা করছিলাম। ওই সময় উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদ আমাদের নিয়ে আসে। আটক করার কারণ জানতে চাইলে বলেন, আমাদের নামের উত্তরা পূর্ব থানায় একটি মামলা হয়েছে। ওসি স্যার বলছে, ডিসি স্যার আমাদের নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।’

রবিন আরও বলেন, ‘উত্তরা পশ্চিম থানা থেকে উত্তরা পূর্ব থানায় নিয়ে আসছে, তখন উত্তরা পূর্ব থানা-পুলিশ বলছে, ওদের নামে তো কোনো মামলাই নেই। ওদেরকে কেন অ্যারেস্ট করব?’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা পরিচয়ে কাজী জুবায়ের, সৈয়দ সামিউল ইসলাম, মো. আজাদ ও মাহতাব খান বাঁধন বাদী হয়ে উত্তরা পূর্ব থানা-পুলিশ বরাবর কাছে একটি অভিযোগ দেন।

অভিযোগে তাঁরা উল্লেখ করেন, আকাশ, লাবিব মুহাম্মাদ, রাজু আহমেদ আসিফ, বাপ্পি খান, ওয়েস রহমান, নাহিদ শিকদার, আসিফুল রবিন, সাকিব অত্যন্ত খারাপ, দুষ্ট, দুর্দান্ত, দাঙ্গাবাজ, চাঁদাবাজ, পরধনলোভী, প্রতারক এবং সমাজের বিশৃঙ্খলাকারী, ২০২৪ সালের ৫ আগস্ট তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় বিভিন্ন প্রকারের বিশৃংখল এবং অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। বর্তমানেও তারা নির্দ্বিধায় এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজি প্রতারণা এবং হুমকি প্রদানের মতো নিকৃষ্টতম কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত।

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক ৩ শিক্ষার্থী ছাড়া পেয়েছেন। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক ৩ শিক্ষার্থী ছাড়া পেয়েছেন। ছবি: আজকের পত্রিকা

অভিযোগে আরও বলা হয়, তাঁদের দ্বারা সমাজের ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ যখন আমাদের বরাবর নালিশ জানায়, তখন আমরা উক্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে কাজ শুরু করি। তবে সমাজের ক্ষতিগ্রস্ত জনগণের ডাকে এবং তাদের উপকারে আমরা যখন এগিয়ে আসি তখন আমরা দুষ্কৃতকারীদের আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেয়। এমতাবস্থায় আমরা খুবই ভীত ও জীবন সংকটে রয়েছি।

উল্লেখ্য, অভিযোগকারীদের মধ্যে কাজী জুবায়ের আবার উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেলে চাঁদাবাজি করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত