নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ যাত্রী সাধারণের জন্য ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আধুনিক ও সবার ব্যবহারযোগ্য একটি গণশৌচাগার স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনে নতুন নির্মিত গণশৌচাগারের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী বলেন, ‘আমাদের পরবর্তী টার্গেট পঞ্চগড় ও ঈশ্বরদী রেল স্টেশনে একই মানের আরও দুটি পাবলিক টয়লেট স্থাপন করা। আগামী বছর এগুলো উদ্বোধন হবে বলে আশা করছি। আমাদের এই কাজে ওয়াটারএইড বাংলাদেশ আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে, যার জন্য ওয়াটারএইড বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি।’
নতুন নির্মিত এ শৌচাগারটিতে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, লকার, হ্যান্ডওয়াশিং পয়েন্টস, শাওয়ার, নিরাপদ পানির সুব্যবস্থা, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা, বাইরে সিসিটিভি ক্যামেরা, পেশাদার ক্লিনার ও নারী কেয়ারটেকার রাখা হয়েছে।
গণশৌচাগারটি পরিবেশবান্ধব করতে শৌচাগারটিতে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হয়েছে। পানির উৎসের টেকসই বিকল্প হিসেবে শৌচাগারটিতে রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম (আরএইচএস) স্থাপন করা হয়েছে। এ ছাড়া সহজে ও নিরাপদে শিশুদের স্তন্যপান পান করানোর জন্য শৌচাগারটিতে রয়েছে দুগ্ধপান চেম্বার।
অনুষ্ঠানে ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ‘সারা দেশে উচ্চমান সম্পন্ন হাইজিন সুবিধাসহ আরও উদ্ভাবনী ও বহুবিধ ব্যবহার উপযোগী গণশৌচাগার স্থাপনের জন্য ওয়াটারএইড বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। যাত্রী সাধারণ, বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের অভাব ঘোচাতে কমলাপুরের নবনির্মিত গণশৌচাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
গণশৌচাগারটি ওয়াটারএইড ও বাংলাদেশ রেলওয়ের যৌথ প্রয়াসে তৈরি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্ব শৌচাগারটি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষঅতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের (পূর্ব জোন) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড অ্যাম্বাসির হেড অব করপোরেশন ও ডেপুটি হেড অব মিশন সুজান মুলার।

নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ যাত্রী সাধারণের জন্য ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আধুনিক ও সবার ব্যবহারযোগ্য একটি গণশৌচাগার স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনে নতুন নির্মিত গণশৌচাগারের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী বলেন, ‘আমাদের পরবর্তী টার্গেট পঞ্চগড় ও ঈশ্বরদী রেল স্টেশনে একই মানের আরও দুটি পাবলিক টয়লেট স্থাপন করা। আগামী বছর এগুলো উদ্বোধন হবে বলে আশা করছি। আমাদের এই কাজে ওয়াটারএইড বাংলাদেশ আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে, যার জন্য ওয়াটারএইড বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি।’
নতুন নির্মিত এ শৌচাগারটিতে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, লকার, হ্যান্ডওয়াশিং পয়েন্টস, শাওয়ার, নিরাপদ পানির সুব্যবস্থা, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা, বাইরে সিসিটিভি ক্যামেরা, পেশাদার ক্লিনার ও নারী কেয়ারটেকার রাখা হয়েছে।
গণশৌচাগারটি পরিবেশবান্ধব করতে শৌচাগারটিতে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হয়েছে। পানির উৎসের টেকসই বিকল্প হিসেবে শৌচাগারটিতে রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম (আরএইচএস) স্থাপন করা হয়েছে। এ ছাড়া সহজে ও নিরাপদে শিশুদের স্তন্যপান পান করানোর জন্য শৌচাগারটিতে রয়েছে দুগ্ধপান চেম্বার।
অনুষ্ঠানে ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ‘সারা দেশে উচ্চমান সম্পন্ন হাইজিন সুবিধাসহ আরও উদ্ভাবনী ও বহুবিধ ব্যবহার উপযোগী গণশৌচাগার স্থাপনের জন্য ওয়াটারএইড বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। যাত্রী সাধারণ, বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের অভাব ঘোচাতে কমলাপুরের নবনির্মিত গণশৌচাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
গণশৌচাগারটি ওয়াটারএইড ও বাংলাদেশ রেলওয়ের যৌথ প্রয়াসে তৈরি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্ব শৌচাগারটি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষঅতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের (পূর্ব জোন) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড অ্যাম্বাসির হেড অব করপোরেশন ও ডেপুটি হেড অব মিশন সুজান মুলার।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১২ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে