নিজস্ব প্রতিবেদক ঢাকা

ভুয়া সিওপি (সার্টিফিকেট অব প্রফিসিয়েন্সি বা দক্ষতার সনদপত্র) দিয়ে প্রতারণা কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। রোববার সেই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্তের বিভাগের (সিআইডি) সাইবার শাখার অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওরিয়েন্টাল গ্লোবাল ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল আজাদ (৩৫), ডিরেক্টর মঞ্জুরুল আজাদ (৩২), ডিরেক্টর তারিকুল আজাদ (৩০), আইটি অফিসার রাশেদুল ইসলাম (৩০) ও প্রাক্তন আইটি অফিসার মোহাম্মদ সোহেল রানা (২৯)।
এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি ল্যাপটপ, দুইটি এইচডিডি হার্ডডিস্ক,২টি এসএসডি হার্ডডিস্ক, একটি পেনড্রাইভ,৬টি মোবাইল ফোনসহ বেশ কিছু ডিজিটাল আলামত জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে ডিআইজি কামরুল আহসান জানান, ভুয়া ডোমেইন-হোস্টিং কিনে নৌপরিবহন অধিদপ্তরের অনুকরণে ওয়েবসাইট তৈরি করেন চক্রটি। পরে সেই ওয়েবসাইটের মাধ্যমে নকল সিওপি সনদ দেখিয়ে শতাধিক নাবিককে বিভিন্ন রেটিংসে একাধিক মার্চেন্ট শিপে চাকরি দেয়। এ সময় তাঁরা সেই সব নাবিকদের কাছ থেকে জনপ্রতি তিন থেকে সাত লাখ টাকা করে এ পর্যন্ত প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ডিআইজি বলেন, ‘নৌপরিবহন অধিদপ্তর থেকে অভিযোগ আসে একটি প্রতারক চক্র সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে যোগ্যতা সনদ যাচাইয়ের কথা বলে প্রতারণা করে আসছেন। এ ছাড়া তাঁরা বহির্বিশ্বে মেরিটাইম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করছে।’
অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান আরও বলেন, ‘সমুদ্রগামী জাহাজে কর্মকর্তা, নাবিকদের যোগ্যতা সনদ পরীক্ষা পরিচালনা গ্রহণ, ও বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করার একমাত্র প্রতিষ্ঠান নৌপরিবহন অধিদপ্তর। এ ছাড়া অধিদপ্তর যে সব সার্টিফিকেট দিয়ে থাকেন, তা হচ্ছে সার্টিফিকেট অব প্রফিসিয়েন্সি (সিওপি) ও সার্টিফিকেট অব কম্পিটেন্স (সিওসি)। যোগ্যতা সনদ নামে এ প্রতিষ্ঠান অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক জাহাজে কর্মরত নাবিক ও কর্মকর্তাদের বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করে থাকে, যা তাদের নিজস্ব সরকারি ওয়েবসাইটতে সব সময় আপলোড থাকে।’
ওই সংবাদ সম্মেলন থেকে জানা যায়, সাইবার পুলিশ সেন্টারের অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার সোহেল রানা একজন দক্ষ ওয়েব ডেভেলপার, এই চক্রের মূল হোতা ও ওয়েবসাইটটির ডিজাইনার। এর আগেও সোহেল রানা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ওয়েবসাইট তৈরি করে প্রতারণা করেছে বলে স্বীকার করেছে।
ডিআইজি আরও বলেন, ‘তাঁদের কাছ থেকে ফেইক ওয়েবসাইট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটারে সংগৃহীত তথ্য ডেটাবেইস সার্ভারে ইনস্টল করা অবস্থায় পাওয়া যায়। যেখানে সিওপি নম্বর সংবলিত ১২০ এর অধিক সার্টিফিকেটের তথ্য বিভিন্ন সময়ে আপলোড করা হয়েছে।

ভুয়া সিওপি (সার্টিফিকেট অব প্রফিসিয়েন্সি বা দক্ষতার সনদপত্র) দিয়ে প্রতারণা কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। রোববার সেই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্তের বিভাগের (সিআইডি) সাইবার শাখার অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওরিয়েন্টাল গ্লোবাল ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল আজাদ (৩৫), ডিরেক্টর মঞ্জুরুল আজাদ (৩২), ডিরেক্টর তারিকুল আজাদ (৩০), আইটি অফিসার রাশেদুল ইসলাম (৩০) ও প্রাক্তন আইটি অফিসার মোহাম্মদ সোহেল রানা (২৯)।
এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি ল্যাপটপ, দুইটি এইচডিডি হার্ডডিস্ক,২টি এসএসডি হার্ডডিস্ক, একটি পেনড্রাইভ,৬টি মোবাইল ফোনসহ বেশ কিছু ডিজিটাল আলামত জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে ডিআইজি কামরুল আহসান জানান, ভুয়া ডোমেইন-হোস্টিং কিনে নৌপরিবহন অধিদপ্তরের অনুকরণে ওয়েবসাইট তৈরি করেন চক্রটি। পরে সেই ওয়েবসাইটের মাধ্যমে নকল সিওপি সনদ দেখিয়ে শতাধিক নাবিককে বিভিন্ন রেটিংসে একাধিক মার্চেন্ট শিপে চাকরি দেয়। এ সময় তাঁরা সেই সব নাবিকদের কাছ থেকে জনপ্রতি তিন থেকে সাত লাখ টাকা করে এ পর্যন্ত প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ডিআইজি বলেন, ‘নৌপরিবহন অধিদপ্তর থেকে অভিযোগ আসে একটি প্রতারক চক্র সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে যোগ্যতা সনদ যাচাইয়ের কথা বলে প্রতারণা করে আসছেন। এ ছাড়া তাঁরা বহির্বিশ্বে মেরিটাইম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করছে।’
অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান আরও বলেন, ‘সমুদ্রগামী জাহাজে কর্মকর্তা, নাবিকদের যোগ্যতা সনদ পরীক্ষা পরিচালনা গ্রহণ, ও বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করার একমাত্র প্রতিষ্ঠান নৌপরিবহন অধিদপ্তর। এ ছাড়া অধিদপ্তর যে সব সার্টিফিকেট দিয়ে থাকেন, তা হচ্ছে সার্টিফিকেট অব প্রফিসিয়েন্সি (সিওপি) ও সার্টিফিকেট অব কম্পিটেন্স (সিওসি)। যোগ্যতা সনদ নামে এ প্রতিষ্ঠান অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক জাহাজে কর্মরত নাবিক ও কর্মকর্তাদের বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করে থাকে, যা তাদের নিজস্ব সরকারি ওয়েবসাইটতে সব সময় আপলোড থাকে।’
ওই সংবাদ সম্মেলন থেকে জানা যায়, সাইবার পুলিশ সেন্টারের অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার সোহেল রানা একজন দক্ষ ওয়েব ডেভেলপার, এই চক্রের মূল হোতা ও ওয়েবসাইটটির ডিজাইনার। এর আগেও সোহেল রানা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ওয়েবসাইট তৈরি করে প্রতারণা করেছে বলে স্বীকার করেছে।
ডিআইজি আরও বলেন, ‘তাঁদের কাছ থেকে ফেইক ওয়েবসাইট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটারে সংগৃহীত তথ্য ডেটাবেইস সার্ভারে ইনস্টল করা অবস্থায় পাওয়া যায়। যেখানে সিওপি নম্বর সংবলিত ১২০ এর অধিক সার্টিফিকেটের তথ্য বিভিন্ন সময়ে আপলোড করা হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে